ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

Motobad news
শিরোনাম

একদিনে করোনা শনাক্ত ৪৩৭৮

একদিনে করোনা শনাক্ত ৪৩৭৮
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ছয় জনের মৃত্যু হয়েছে। এ সময় করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ৪ হাজার ৩৭৮ জন। এর আগে গতকাল (বৃহস্পতিবার) ১২ জনের মৃত্যু এবং ৩ হাজার ৩৫৯ জন আক্রান্ত হয়েছিল।

শুক্রবার (১৪ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ৩০ হাজার ৩৬৬ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২৯ হাজার ৮৭১টি নমুনা। নতুন পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৪ দশমিক ৬৬ শতাংশ। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬৩ শতাংশ।

এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১৬ লাখ ৯ হাজার ৪২ জনে। মৃত্যু হয়েছে ২৮ হাজার ১২৯ জনের।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৫১ জন। মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ লাখ ৫২ হাজার ৩০৬ জন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ২ জন পুরুষ, ৪ জন নারী। এর মধ্যে ঢাকা বিভাগের ৩ জন। চট্টগ্রাম বিভাগে দুইজন এবং রাজশাহী বিভাগে একজন মারা গেছেন।

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ঠিক ১০ দিন পর ১৮ মার্চ দেশে করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ