অভিযান লঞ্চে অগ্নিদগ্ধদের মাঝে ছাত্র জমিয়তের বিশেষ অনুদান


অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডে দগ্ধদের মাঝে অর্ধ লক্ষ টাকার বিশেষ অনুদান প্রদান করেছে ছাত্র জমিয়ত বাংলাদেশ। গতকাল শুক্রবার বেলা ৩টায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এ অনুদান বিতরণ করা হয়।
এতে সহযোগিতা করেন সংগঠনের বরিশাল জেলা ও মহানগর কমিটির নেতৃবৃন্দ। এসময় ছাত্র জমিয়তের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ আহতদের সহযোগিতা করেন ও নিহত স্বজনদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এ সময় উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বরিশাল মহানগরের যুব বিষয়ক সম্পাদক মাওলানা এমদাদুল্লাহ খাঁন, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক সা'আদ বিন জাকির, জামালপুর জেলার সাধারণ সম্পাদক মাহদী হাসান, বরিশাল জেলার সভাপতি আব্দুর রহমান সাব্বিত, বরিশাল জেলার সাধারণ সম্পাদক আবু নাসের, মহানগরের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম নাহিদ, ঢাকা মহানগরের প্রচার সম্পাদক তোফায়েল আহমেদ প্রমুখ।
কেআর
