কোস্ট গার্ডের অভিযানে ৬২ বোতল বিদেশী বিয়ার ক্যান ও মদ জব্দ


সোমবার সকাল ১০ টায় কোস্ট গার্ড বেইস মোংলার একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট জেলার মোংলা থানা সংলগ্ন ফেরিঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
এসময় মালিকানা বিহীন একটি বোট এবং আশেপাশের জঙ্গল হতে ১২ ক্যান বিয়ার ও ৫০ বোতল বিদেশী মদ জব্দ করা হয়।
অভিযানের মাদক ব্যবসায়ীরা কোস্ট গার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দকৃত বিয়ার ক্যান ও মদ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা থানায় হস্তান্তর করা হয়।
এইচকেআর
