আনোয়ারায় বিদ্যুৎস্পৃষ্ঠে নির্মাণ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ঠে মোহাম্মদ ইমরান (৫০) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ১নং বৈরাগ ইউনিয়নের উত্তর বন্দর এলাকায় এই দূর্ঘটনা ঘটনা ঘটে।
জানাযায়, নিহতের দেশের বাড়ি নোয়াখালী জেলার হাতিয়ায়। সে এখানে ভাড়া বাসায় থেকে বিল্ডিং নির্মাণের কাজ করতো।
প্রত্যেক্ষদর্শীরা জানান, সকালে কাজ করতে এসে বিল্ডিংয়ের ছাদে উঠে বৈদ্যুতিক তারের পাশে গেলে হঠাৎ সে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়। পরে ঘটনাস্থলেই সে মারা যায়। এই বিষয়ে আনোয়ারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বেলাল হোসেন বলেন, খবর পেয়ে ৮টা ২০ এর দিকে ঘটনাস্থলে পৌঁছে তার লাশ উদ্ধার করা হয়।
এইচকেআর