কলাপাড়ায় সাজাপ্রাপ্ত পাঁচ পলাতক আসামি আটক


কলাপাড়ায় পুলিশর এক বিশেষ অভিযানে বিভিন্ন মেয়াদে পাঁচ জন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার মহিপুর থানার বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
এতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আট মাসের সাজাপ্রাপ্ত আসামি মহিপুরের বিপিনপুর গ্রামের বাবুল চৌকিদার, আলিপুর গ্রামের রাজু ও এক বছরের সাজাপ্রাপ্ত আসামী ধুলাসার গ্রামের জাহিদুল মৃধা, এছাড়া প্রতারণার মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামী গোড়াআমখোলা পাড়ার আবুল কাশেম, অপরদিকে, দেড় বছরের সাজাপ্রাপ্ত আসামি খাজুড়া গ্রামের আলাউদ্দিন সরদারকে আটক করা হয়।
উপজেলার মহিপুর থানার অফিসার ইনচার্জ খোন্দকার মো. আবুল খায়ের বলেন, গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিল পরবর্তীতে সফল অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করতে সক্ষম হয়েছি। গ্রেফতারকৃত আসামিদের শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
এইচকেআর
