স্বচ্ছ প্রক্রিয়ায় শিঘ্রই গঠন হবে বরিশাল বিএনপি’র ৩০টি ওয়ার্ড কমিটি


নবগঠিত বরিশাল মহানগর বিএনপি পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে নগরীর ডিসি ঘাট সংলগ্ন একটি রেস্টুরেন্টে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক।
সদস্য সচিব ও বিসিসি’র কাউন্সিলর মীর জাহিদুল কবির জাহিদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত পরিচিতি সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বরিশাল দক্ষিণ জেলা বিএনপি সদস্য সচিব অ্যাডভোকেট আকতার হোসেন মেবুল, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহাবুবুর রহমান পিন্টু, সাধারণ সম্পাদক মসিউর রহমান মঞ্জু, মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জাহান প্রমুখ।
এছাড়া সংগঠনকে গতিশীল করতে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন- মহানগর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আলী হায়দার বাবুল, যুগ্ম আহ্বায়ক ও বিসিসি’র সাবেক ভারপ্রাপ্ত মেয়র আলতাফ মাহমুদ সিকদার, মহানগর বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির যুগ্ম আহ্বায়ক জিয়াউদ্দিন সিকদার জিয়া, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান টিপু, যুগ্ম আহ্বায়ক ও সাবেক প্যানেল মেয়র কেএম শহিদুল্লাহ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটিতে কোন স্বৈরতন্ত্র থাকবে না। মহানগর বিএনপি’র এই কমিটি সম্পূর্ণভাবে একটি গণতান্ত্রিক ধারার দল হিসেবে পরিচিতি পাবে।
এসময় নেতৃবৃন্দ বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমানের মাগফেরাত কামনা এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করেন। পাশাপাশি মহানগর বিএনপি’র অধিনস্ত প্রতিটি ওয়ার্ডে স্বচ্ছভাবে কমিটি গঠনের মাধ্যমে মহানগর বিএনপিকে আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন বক্তারা।
কেআর
