ঢাকা মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

কৃষি রেডিওর প্রযোজক ও স্ক্রিপ্ট রাইটারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

কৃষি রেডিওর প্রযোজক ও স্ক্রিপ্ট রাইটারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরগুনার আমতলীর কৃষি রেডিও (এফএম ৯৮.৮) এর অনুষ্ঠান প্রযোজক ও স্ক্রিপ্ট রাইটারের বিরুদ্ধে দুর্নীতিসহ অনৈতিক কাজের লিখিত অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সকাল থেকে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। তদন্ত করছেন বরিশাল আঞ্চলিক কৃষি তথ্য অফিসার।

জানা গেছে,  ২০১২ সালের ২৮ ডিসেম্বর আমতলীতে কৃষি রেডিওর কার্যক্রম শুরুর পর থেকেই অনুষ্ঠান প্রযোজক শামীম মৃধা ও স্ক্রীপ্টরাইটার্স শাহনাজ পারভীন দায়িত্ব পালন করে আসছে। দায়িত্ব পালন থেকে তাদের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, ভলান্টিয়ারদের গালমন্দ এবং দুর্নীতিসহ দুজনের মধ্যে অনৈতিক সম্পর্কের অভিযোগ ওঠে। 

সিফাত নামের এক ভলানটিয়ার বলেন, আমি ঢাকায় গিয়ে প্রশিক্ষণ বাবদ ৫ হাজার টাকা পেয়েছি। আমতলী আসার পর  শাহনাজ পারভীন এবং শামীম মৃধা তা থেকে ৫শ’ টাকা জোর করে রেখে দেন। 

মাঈনুল ইসলাম নামে এক ভলানটিয়ার বলেন, আমি ৩ মাসের একটি ফেলোশিপ বাবদ ১২ হাজার টাকা পাই। সেখান থেকে শাহনাজ পারভীন এবং শামীম মৃধা জোর করে ১ হাজার ৫শ’ টাকা  রেখে দেন। 

ভলানটিয়ার সাইদুর রহমান বলেন, ২০২০ সালে শাহনাজ পারভীন এবং শামীম মৃধা আমার নিকট থেকে ফেলোশিপের ১ হাজার ৫শ’ টাকা জোর করে রেখে দেয়। 

অফিস সহকারী সফিকুর রহমান বলেন, অফিসের কাজের জন্য বাইরে গিয়ে আসতে বিলম্ব হওয়ায় অনুষ্ঠান প্রযোযোগ শামীম মৃধা আমাকে মারধর করেন। 

এসব অভিযোগে ৮ জন ভলানটিয়ার কৃষি তথ্য সার্ভিসে লিখিত অভিযোগ দাখিল করেছেন। এছাড়া আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরও একটি লিখিত অভিযোদ দাখিল করেছেন। 

সেটি আমলে নিয়ে আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম আবদুল্লা বিন রশিদ উপজেলা কৃষি কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।  

কৃষি কর্মকর্তা সিএম রেজাউল করিম বলেন, ইউএনওর কার্যালয় থেকে তদন্তের কাগজ পেয়েছি। সরেজমিন তদন্ত করে প্রতিবেদন দাখিল করবো। 

অভিযুক্ত প্রযোজক শামীম মৃধা বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ন মিথা এবং বানোয়াট। আমি কোন ভলানটিয়ারের টাকা জোর করে কেটে রাখিনি।

শাহনাজ পারভিন বলেন, আমার অবিরুদ্ধে যে অনৈতিক সম্পর্কের অভিযোগ এবং ভলানটিয়ারদের টাকা কেটে রাখার যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ন মিথ্যা এবং বানোয়াট।

আমতলী উপজেলা কৃষি রেডিওর স্টেশন ম্যানেজার আবু জাফর মোহাম্মদ ইলিয়াস বলেন, আমি মাত্র দুমাস হলো এখানে যোগদান করেছি। অনিয়মের বিষয়ে শুনেছি তবে এর বাইরে কিছু বলতে পারবো না। উর্ধতন কর্তৃপক্ষ বিষটি তদন্ত করছেন।

তদন্ত কর্মকর্তা বরিশালের আঞ্চলিক তথ্য অফিসার কৃষিবিদ শাহাদৎ হোসেন বলেন, শামীম মৃধা এবং শাহনাজ পারভীনের বিরুদ্ধে অভিযোগরে ভিত্তিতে মঙ্গলবার সকালে সরেজমিন আমতলীর কৃষি রেডিও কার্যালয়ে এসে তদন্ত কাজ শুরু করেছি। অভিযোগ তদন্তে প্রমানিত হলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
 


এসএমএইচ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন