ঢাকা সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

বাকেরগঞ্জে মাদক মামলার আসামিকে নেতা বানাতে চায় ছাত্রদল

বাকেরগঞ্জে মাদক মামলার আসামিকে নেতা বানাতে চায় ছাত্রদল
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বিএনপি’র অঙ্গ সংগঠনের কমিটি গঠন নিয়ে বিতর্ক পিছু ছাড়ছে না। প্রায় প্রতিটি কমিটি নিয়েই বিতর্কে জড়াচ্ছেন জেলা-উপজেলার নেতারা। বিশেষ করে ছাত্রদলের কমিটি নিয়ে বিতর্কের শেষ নেই। জেলা, উপজেলা এবং পৌরসভা পর্যায়ে কমিটি বানিজ্যের অভিযোগ না ঘুচতেই নতুন করে ইউনিয়ন কমিটি নিয়ে সমালোচনা শুরু হয়েছে। অভিযোগ উঠেছে জেলা এবং উপজেলার নেতারা অর্থের বিনিময়ে বিতর্কিতদের নিয়ে ইউনিয়ন ছাত্রদলের কমিটি গোছাচ্ছেন। আর সেই তালিকায় রয়েছে পেশাদার মাদক কারবারির নামও। এমনই অভিযোগ তুলেছেন স্ব স্ব ইউনিয়নে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতারা।

তারা জানিয়েছেন, বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলশকাঠি ইউনিয়ন ছাত্রদলের কমিটি গঠন কার্যক্রম শুরু করেছে উপজেলা ছাত্রদল। এই কমিটির সভাপতি পদে আলোচনায় এসেছেন সাইফুল ইসলাম মোল্লা নামের এক যুবক। যান নামে রয়েছে মাদক মামলা। এমনকি তারা স্বপরিবারে মাদক ব্যবসায়ী বলে তথ্য-প্রমাণ মিলেছে। সেই মাদক মামলার আসামিকে সভাপতি করার প্রস্তাব করেছে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাকিব তালুকদার।

যদিও দলীয় নেতৃবৃন্দের অভিযোগ, শুধু উপজেলার সদস্য সচিব নন, মাদক মামলার আসামি সাইফুলকে সভাপতি করতে চান জেলা ছাত্রদলের সভাপতি মাহফুজুল আলম মিঠু। তার প্রার্থী হিসেবেই ইউনিয়ন ছাত্রদলের কমিটিতে এগিয়ে আছেন তিনি। এ নিয়ে ইউনিয়ন থেকে শুরু করে জেলার নেতা-কর্মীদের মধ্যেও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

একাধিক সূত্র জানায়, সাইফুল ইসলাম মোল্লা স্বপরিবারেই মাদক কারবারি। কলশকাঠি ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সাইফুল মোল্লার বাবা শাহজাহান মোল্লা’র বিরুদ্ধে বাকেরগঞ্জ থানায় ৬টি মাদক মামলা রয়েছে। র‌্যাবের দায়ের করা একটি মামলায় সাজাও হয়েছে তার। মামলায় সাইফুলের বাবার নাম গাঁজা শাহজাহান ওরফে সাজু মোল্লা উল্লেখ করা হয়েছে।

তাছাড়া ২০১১ সালের ১৪ মার্চ র‌্যাব বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। মামলা নং ওই মামলার ৩ নম্বর আসামি সাইফুল ইসলাম মোল্লা। এছাড়া বাকি আসামিদের মধ্যে তার বাবা এবং মায়ের নামও রয়েছে। মামলায় গাঁজা এবং চোলাই মদ উদ্ধার ছাড়াও তাদের বিরুদ্ধে র‌্যাবের ওপর হামলার অভিযোগ আনা হয়েছে। ছয়টি মামলাতেই সবাই চার্জশিটভুক্ত আসামি হলেও উচ্চ আদালত থেকে জামিনে রয়েছেন সবাই। অর্থের বিনিময়ে সেই মাদক ব্যবসায়ী পরিবারের সন্তানকেই ছাত্রদলের পদ-পদবি পায়িয়ে দিতে উঠে পড়ে লেগেছেন নেতারা।

জানা গেছে, মাদক মামলার আসামি হওয়া ছাড়াও সাইফুলের স্থানীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ততা নেই বলে দাবি দলীয় নেতাকর্মীদের। মামলা হওয়ার পর থেকেই সাইফুল ঢাকায় থাকেন বলে দাবি তাদের। এ প্রসঙ্গে সাইফুল ইসলাম মোল্লা বলেন, আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমুলকভাবে মামলা করা হয়েছে। ওই মামলা খারিজ হয়ে গেছে। এমনকি আবার বাবার বিরুদ্ধে যেসব মামলা রয়েছে তাও খারিজ হয়ে গেছে। তবে মামলা খারিজের কোন প্রমাণ দেখাতে পারেননি তিনি।

বরিশাল জেলা ছাত্রদলের সভাপতি মাহফুজুল আল মিঠু বলেন, ‘অনেক সময় কমিটি গঠনের পূর্বে পক্ষ-বিপক্ষ দাঁড়িয়ে যায়। দেখা যায় পুলিশকে ম্যানেজ করে কিছু ইয়াবা অথবা গাঁজা দিয়ে একপক্ষ অপর পক্ষকে ধরিয়ে দেয়। তবে সাইফুল ইসলাম মোল্লা নামের ওই ছেলেটির বিরুদ্ধে সঠিক তথ্য, উপাত্থ থাকলে আপনারা নিউজ লিখতে পারেন।


কেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন