কলাপাড়ায় বাসচাপায় ঘটনাস্থলেই নিহত ২


কলাপাড়ায় ঢাকাগামী বাস চাপায় স্কুল ছাত্র ও অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন।
নিহত হলেন, উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের গামইরতলা গ্রামের তানজের আলী তালুকদারের ছেলে মো. সেলিম তালুকদার (৪৫) ও অটোচালকের চাচতো ভাই ও ইউনুস প্যাদার ছেলে বাইজিদ (১২) সেই দক্ষিণ গৈয়াতলা সরকারি বিদ্যলয় চতুর্থ শ্রোণী ছাত্র।
এছাড়াও দক্ষিণ গৈয়াতলা গ্রামের রফিক প্যাদার ছেলে অটোরিকশা চালক মামুন (২৩), একই গ্রামের বারেক মৃধার ছেলে অটোরিকশা যাত্রী মিজান (৩৫) ও দরিয়াপুর গ্রামরর ওয়াহেদ আকনের ছেলে আরাফাত (২৪) গুরুতর আহত হয়েছে। এদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার করেন কর্মরত চিকিৎসক।
বুধবার (২ ফেব্রুয়ারি) সকাল ৭ টায় কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের ঘুটাবাছা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন সকালে মাছ বিক্রির জন্য মাছ নিয়ে অটোরিকশা চালক মামুনের অটো যোগে সেলিম তালুকদার, বাইজিদ, মিজান, আরাফাত কলাপাড়ায় মাছ বাজারে আসছিলো। এমন সময় ঢাকা থেকে কুয়াকাটার উদ্দেশ্যে ছেড়ে আসা যমুনা লাইন ঢাকা মেট্রো- ব-১৫-৮৫২১ এ বাসটি অটোরিকশাটিকে চাপা দেয়।
ঘটনাস্থলে সেলিম নিহত হন। স্থানীয়রা বাকিদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসে।
কলাপাড়া থানার ওসি মো. জসীম বলেন, ঘটনা শুনে ঘটনাস্থলে গেলে বাস রেখে ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়। পরে বাসটি থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় আইনের প্রক্রিয়া চলছে।
এসএমএইচ
