ভাণ্ডারিয়ায় ছাত্র সমাজের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


পিরোজপুরের ভাণ্ডারিয়ায় গতকাল বুধবার জাতীয় পার্টি-জেপির ছাত্রসংগঠন জাতীয় ছাত্রসমাজের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। এ উপলক্ষে বিকালে একটি একটি র্যালি শেষে স্থানীয় রিজার্ভ পুকুর পার উপজেলা দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা,মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাতীয় পার্টি-জেপির উপজেলা সিনিয়র যুগ্ম আহবায়ক ও পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদদ্দার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেপি নেতা মো. শফিকুল আলম খোকন সিকদার, শাহারিয়ার হোসেন দুলাল মল্লিক, মো. কবির হাওলাদার, উপজেলা যুবসংহতীর আহবায়ক ও পিরোজপুর জেলা পরিষদ সদস্য মো. রেজাউল হক রেজভি জোমাদ্দার,
সদস্য সচিব মো. মামুনুর রশিদ সরদার মো. রিপন মির্জা, পৌর জেপির সদস্য সচিব মো. সাইদুল ইসলাম মুন্সি, লিটন তালুকদার, বাবু তালুকদার, আজিজুল হক বাবু, ছালমান খান, ছাত্রসমাজের মো. সজীব কাজী, রুবেল খান ও টিটু তালুকদার।
পরে সাবেক মন্ত্রী , জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূঁ কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. আল আমীন। পরে কেক কাটা হয়। এতে সভাপতিত্ব করেন ছাত্রসমাজের সদস্য সচিব মো.মাহাবুব শরীফ শুভ।
কেআর
