ঢাকা সোমবার, ১৪ জুলাই ২০২৫

Motobad news
শিরোনাম
  • যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ায় বেনজীরের সম্পদ ক্রোক, ব্যাংক হিসাব ফ্রিজ বিএনপি এখন চাঁদাবাজদের দলে পরিণত হয়েছে: নাহিদ ইসলাম বরিশালে জাল টাকা ও বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ৪ দুর্যোগপূর্ণ আবহাওয়া: ভোলার ১০ রুটে লঞ্চ চলাচল বন্ধ বরগুনা জেলা নির্বাচন অফিসে আগুন, পুড়েছে গুরুত্বপূর্ণ কাগজপত্র সাঈদ-মুগ্ধদের ‘জাতীয় শহীদ’, ড. ইউনূসকে ‘জাতীয় সংস্কারক’ ঘোষণা কেন নয় বরিশালের ৬টি আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী ঘোষণা মিটফোর্ডে হত্যার শিকার সোহাগের পরিবারের পাশে বিএনপি পিরোজপুরে পথসভা থেকে ফেরার সময় এনসিপি নেতার ওপর হামলা ঝালকাঠিতে এনসিপির পদযাত্রায় বৈষম্যবিরোধী ব্যানারে বাধা দেয়ার অভিযোগ
  • বাউফলে মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা

    বাউফলে মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা
    ছবি: প্রতীকি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর বাউফলে  রত্তন আলী সরদার নামে এক মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা করতে গিয়ে প্রতিরোধের মুখে মোটরসাইকেল ফেলে পালিয়েছেন হামলাকারীরা। আজ বুধবার সকালে পুলিশ  ঘটনাস্থল  থেকে নিবন্ধনহীন ওই মোটরসাইকেলটি জব্দ করেছে। উপজেলার নাজিরপুর ইউনিয়নের রামনগর তাতেরকাঠী গ্রামে গত মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে ওই ঘটনা ঘটেছে।

    স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগিদের সঙ্গে কথা বলে জানা গেছে,পূর্ব বিরোধের জেরে ও ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে ওই হামলার ঘটনা ঘটেছে। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ি,৭ ফেব্রুয়ারি (আগামি সোমবার) নির্বাচনের দিন ধার্য আছে।

    জানা গেছে, মুক্তিযোদ্ধা রত্তন আলী সরদারের ছেলে আহসান হাবিব ওরফে মিন্টু নাজিরপুর ইউপির ১ নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য (মেম্বার) ও ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি। তিনি ফের ইউপি সদস্য পদে নির্বাচন করছেন। তাঁর সঙ্গে একই ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন যুবলীগের সভাপতি মামুনুর রহমান ওরফে নাসির হাওলাদারের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। তিনিও একই ওয়ার্ড থেকে ইউপি সদস্য পদে নির্বাচন করছেন।

    এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে মামুনুরের পক্ষে বাউফল পৌরসভার বাংলাবাজার এলাকার ছাত্রলীগকর্মী ইব্রাহিম সৌমিকের (২৪) নেতৃত্বে ছয়টি মোটরসাইকেলে করে ১৮ জনের একটি দল  মুক্তিযোদ্ধা রত্তন আলী সরদারের বাড়িতে হামলার চেষ্টা চালায়।

    ওই সময় ওই বাড়ির লোকজনের প্রতিরোধের মুখে হামলাকারীরা পালিয়ে যাওযার সময় একটি মোটরসাইকেল গাছের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনার শিকার হয় এবং ওই সময় মোটরসাইকেলটি ফেলে পালিয়ে যেতে সক্ষম হন হামলাকারীরা। এ ঘটনার জেরে মামুনুর গিয়ে আহসাব হাবিবকে গালাগাল ও দেখে নেওয়ার হুমকি দেন। মোটরসাইকেল জব্দ করার দায়িত্বে থাকা বাউফল থানার উপপরিদর্শক (এসআই) মো. নাসির উদ্দিন বলেন, ‘জব্দ করা মোটরসাইকেলটির নিবন্ধন নাই।’

    আহসান হাবিব বলেন, ‘সৌমিক তাঁর এলাকার ভোটার না। মামুনুরের পক্ষের সন্ত্রাসী। তাঁর (সৌমিক) নেতৃত্বে বহিরাগত সন্ত্রাসীরা তাঁকে (আহসান) ও তাঁর বড় ভাই মহসীনকে মেরে ফেলার জন্য ওই হামলা চালিয়েছিল।’ তিনি আরও বলেন, বহিরাগত সন্ত্রাসীদের বিচরণ ঠেকানো গেলে নির্বাচনের পরিবেশ বিনষ্ট হবে।

    এ বিষয়ে ইব্রাহিম সৌমিক বলেন, ‘তিনি ও তাঁর লোকজন হামলা করেননি। তবে আহসান হাবিবের লোকজন তাঁদেরকে মারধর করেছে এবং মোটরসাইকেল ভাঙচুর করেছে।’ রাত দেড়টার দিকে ওই বাড়িতে কেন গিয়েছিলেন? এমন প্রশ্নের জবাব না দিয়ে তিনি বলেন,পুলিশের সঙ্গে কথা বললে সত্য ঘটনা জানতে পারবেন। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন বলেন, ‘তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’


    কেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ