পটুয়াখালীতে ৪ দিন বিদ্যুৎ থাকবে না


পটুয়াখালী গ্রিড উপকেন্দ্রের ৩৩ কেভির রক্ষণাবেক্ষণ ও মেরামত কাজের জন্য চার দিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবার (০৩ ফেব্রুয়ারি) রাতে পটুয়াখালী ওজোপাডিকো বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহা. তোফাজ্জেল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
পটুয়াখালী ওজোপাডিকো বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহা. তোফাজ্জেল হোসেন এক জরুরি বিজ্ঞপ্তিতে বলেন, পটুয়াখালীতে অবস্থিত ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের ওজোপাডিকো ও পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির গ্রিড উপকেন্দ্রের ৩৩ কেভির রক্ষণাবেক্ষণ ও মেরামত কাজের জন্য ৪, ৫ ও ১১, ১২ ফেব্রুয়ারি চার দিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পটুয়াখালী পৌরসভা ও তৎসংলগ্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।
এসএম
