এক কিমি. দৌড়ে ছাত্রলীগ সভাপতির বাড়িতে গিয়ে রক্ষা পেলেন রুবেল


ভোটে জিতেই পরাজিত মেম্বার প্রার্থীর এক সমর্থক রুবেল মুন্সির বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এ সময় রুবেল মুন্সি ১ কিলোমিটার দৌড়ে ৯নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতির বাড়িতে আশ্রয় নিয়ে রক্ষা পান।
মঙ্গলবার ভোরে উপজেলার নাজিরপুর ইউনিয়নের কচুয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নাজিরপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে মেম্বার নির্বাচিত হন আনছার উদ্দিন। মঙ্গলবার ভোরে আনছার উদ্দিনের ভাই নেছার উদ্দিন ও জসীম উদ্দিনের নেতৃত্বে ১০-১২ জন কর্মী-সমর্থক অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী কুদ্দুসুর রহমান মুন্সির সমর্থক রুবেল মুন্সির ওপর চড়াও হন। লাঠিসোটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তারা রুবেলকে বাড়ি থেকে তুলে আনার জন্য হানা দেয়।
টের পেয়ে প্রাণভয়ে রুবেল বাড়ি থেকে বের হয়ে ১ কিলোমিটার দৌড়ে গিয়ে ৯নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলামের বাড়িতে আশ্রয় নেয়। ওই বাড়ি গিয়ে অস্ত্রধারীরা দরজা, জানালা ও আসবাবপত্র ভাঙচুর করে।
রুবেলের বাবা পারুল মুন্সি বলেন, আমার ছেলেকে তারা প্রাণে মারতে চায়। বিজয়ী প্রার্থী ও তার সমর্থকদের ভয়ে আমার ছেলে এখন আত্মগোপন করে আছে।
এ বিষয়ে জানতে চাইলে নির্বাচিত প্রার্থী আনছার উদ্দিন বলেন, বিষয়টি আমার জানা নেই।
এইচকেআর
