ঢাকা বুধবার, ১৬ জুলাই ২০২৫

Motobad news
শিরোনাম
  • সহিংসতা মুক্ত রাজনৈতিক বাংলাদেশ দেখতে চেয়েছিলাম, কিন্তু এখনও তা দেখতে পারছি না- নাহিদ ইসলাম  পবিত্র কাবার ঠিক উপরে বিরল মহাজাগতিক ঘটনা, মুসলিমরা পেলেন সুস্পষ্ট নির্দেশনা মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীরা মাল্টিপল ভিসা পাবেন বিরল ম্যাচে ভুটানকে সহজে হারালো বাংলাদেশের মেয়েরা মাইডাস ফাইন্যান্স পিএলসি’র পরিচালক পদে নিয়োগ পেলেন বরিশালের সন্তান কামরুজ্জামান খান মাসুম অভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চার উন্নয়ন জাতীয় পর্যায়ে সম্মেলন ১৬ জুলাই রাষ্ট্রীয় শোক জুলাইয়ের চেতনাকে ধারণ করে একসঙ্গে এগিয়ে যাওয়ার অঙ্গীকার প্রধান উপদেষ্টার ঢাকা-বরিশাল মহাসড়কে বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ ইসির প্রাথমিক বাছাইয়ে ‘ফেল’ নতুন নিবন্ধন চাওয়া ১৪৪টি দল
  • লক্ষ্মীপুরে হত্যার দায়ে একজনের যাবজ্জীবন কারাদণ্ড

    লক্ষ্মীপুরে হত্যার দায়ে একজনের যাবজ্জীবন কারাদণ্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    লক্ষ্মীপুরে রামগঞ্জে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা মামলায় মো. মহসীন (৩২) নামে এক আসামীর যাবজ্জীবন কারাদণ্ডের রায় প্রদান করেন আদালত। বুধবার বেলা ১১টার দিকে জেলা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম এ রায় প্রদান করেন। 

    জেলা জজ আদালতের সরকারী কৌসুলী অ্যাডভোকেট মো. জসীম উদ্দীন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। 

    তিনি জানান, পূর্ব শত্রুতার জের ধরে আনিসুর রহমান আজাদ (৪৫) নামে এক ব্যবসায়ীকে হত্যার ঘটনায় তার স্ত্রী সেলিনা আক্তার বাদী হয়ে ২০১৯ সালের ৮ জুলাই অভিযুক্ত মহসিনের নামে রামগঞ্জ থানায় মামলা দায়ের করেন। একই বছরের ১০ সেপ্টেম্বরে পুলিশ অভিযুক্ত মহসিনের বিরুদ্ধে আদালতে চার্জশিট প্রদান করে। মামলায় আদালতের বিচারক সাক্ষ্য প্রমানের ভিত্তিতে আসামি মহসীনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে এক বছরের কারাদণ্ডের রায় প্রদান করেন। 
    রায়ের সময় আসামি মহসীন আদালতে অনুপস্থিত ছিলো। এর আগে এ মামলায় তিনি জামিনে বের হয়ে পলাতক ছিলেন।

    নিহত আজাদ জেলার রামগঞ্জ উপজেলার ভাটরা ইউনিয়নের নন্দীয়ারা গ্রামের জব্বর আলী মুন্সি বাড়ির মৃত মৌলভী রফিকুল ইসলামের পুত্র। 
    দণ্ডপ্রাপ্ত আসামি একই এলাকার আনোয়ার হোসেনের পুত্র।

    আদালত ও মামলা সূত্র জানায়, আসামি মহসিনের সাথে নিহত আজাদের ভাগিনা মো. রিয়াদ হোসেন টিটুর পূর্ব থেকে বিরোধ ছিলো। ২০১৯ সালের ৮ জুলাই বিকেলে মহসিন একটি ধারালো দা নিয়ে টিটুর উপর আক্রমণ করে। খবর পেয়ে তার মামা আজাদ তাকে বাঁচাতে আসলে মহসিনের দা'র আঘাতে আজাদ গুরুতর আহত হয়। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

    ঘটনার পর খুনি মহসিন পালিয়ে যাওয়ার সময় ইব্রাহিম নামে স্থানীয় এক ব্যক্তি তাকে ধরতে গেলে তাকেও কুপিয়ে আহত করে মহসীন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ