ঢাকা সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

বরিশাল উত্তর জেলা মহিলা দলের সভাপতি বহিস্কার

বরিশাল উত্তর জেলা মহিলা দলের সভাপতি বহিস্কার
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশাল উত্তর জেলা মহিলা দলের সভাপতি শারমিন মিম্মুকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস ও সম্পাদক সুলতানা আহমেদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শারমিন মিম্মুর বিরুদ্ধে সংগঠন বিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার প্রমাণ রয়েছে। তাই জাতীয়তাবাদী মহিলা দলের বরিশাল উত্তর জেলা শাখার সভাপতি পদ থেকে তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

‍উল্লেখ্য, ২০১৮ সালের ৯ নভেম্বর জাতীয়তাবাদী মহিলা দল বরিশাল ‍উত্তর জেলায় মিসেস শায়লা শারমিন মিমুকে সভাপতি ‍এবং মিসেস হোসনেয়ারা বেবিকে সাধারণ সম্পাদক করে ১১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হয়।


কেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন