ঢাকা সোমবার, ২১ জুলাই ২০২৫

Motobad news

ভোলায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইইবি) মানববন্ধন

ভোলায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইইবি) মানববন্ধন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

জেলা প্রশাসকগণকে এডিপিভুক্ত শতভাগ প্রকল্প পরিবীক্ষণ ও মূল্যায়ন-এর দায়িত্ব প্রদান সম্পর্কিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশ প্রত্যাহারের দাবিতে ভোলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারী) সকালে ভোলা যুগিরঘোল চত্বরে ঘন্টাব্যাপি মানববন্ধন করেছে বাংলাদেশ  ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইইবি) সংগঠনের নেতৃত্বীবৃন্ধরা।

এসময় উপস্থিত ছিলেন, ভোলা গণপূর্ত অধিদপ্তর নির্বাহী প্রকৌশলী কাজী শরীফ উদ্দিন আহম্মেদ, ভোলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. ইব্রাহীম খলীল, ভোলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ হাসানুজ্জামান, ভোলা জনস্বাস্থ্য অধিদপ্তর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মাহমুদ খান, ভোলা সড়ক ও জনপথ অধিদপ্তর উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ রাসেল, সহ বাংলাদেশ  ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইইবি) অন্যান সংগঠনের অন্যান নেতৃত্বীবৃন্ধরা উপস্থিত ছিলেন।

জানা যায় , ১৮ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামের স্বাক্ষরিত এক চিঠিতে সরকারের উন্নয়ন প্রকল্পসমূহ মাঠ পর্যায়ে সঠিকভাবে বাস্তবায়নের লক্ষে এডিপিভুক্ত শতভাগ প্রকল্পের পরিবীক্ষণ ও মূল্যায়ন নিশ্চিতকরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসনকে সম্পৃক্ত করতে অনুরোধ করেছেন। পাশাপাশি প্রকল্প পরিবীক্ষণ ও মূল্যায়নে জেলা প্রশাসকগণ একজন অতিরিক্ত জেলা প্রশাসককে দায়িত্ব প্রদান ও তাদের তত্ত্বাবধানে সিনিয়র সহকারী কমিশনার/সহকারী কমিশনারকে দায়িত্ব দিয়ে কার্যক্রম শুরু করার আহবান জানান।

এই আদেশ বাতিল করার দাবিতে তারা এই মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে জারীকৃত পত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। উক্ত আদেশকে দেশের উন্নয়ন বিরোধী ষড়যন্ত্র বলে মনে করে তারা।

এসময় তারা জেলা প্রশাসকগণকে এডিপিভুক্ত শতভাগ প্রকল্প পরিবীক্ষণ ও মূল্যায়ন-এর দায়িত্ব প্রদান সম্পর্কিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ১৮ জানুয়ারি, ২০২২ খ্রি. তারিখের উল্লেখিত স্মারকের পত্র বাতিল করার দাবি জানান।


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন