মনপুরায় খেলতে গিয়ে পুকুরে পড়ে শিশুর মৃত্যু


ভোলার মনপুরায় খেলতে গিয়ে নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়।
বৃহস্পতিবার বিকেল ৫ টায় উপজেলার ৩ নং উত্তর সাকুচিয়া ইউনিয়নের উত্তর সাকুচিয়া গ্রামের ৮ নং ওয়ার্ডের বাসিন্দা শরীফের বাড়িতে এই দূর্ঘটনা ঘটে।
মৃত্যু শিশুটি হলেন, উপজেলার ৩ নং উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বাসিন্দা শরীফের তিন বছরের পুত্র সন্তান মো. নাইম।
জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে শিশুটির লাশ পুকুরের পানি থেকে উদ্ধার করে আত্নীয়স্বজন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নাইম হাসনাত মৃত ঘোষনা করে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নাইম হাসনাত জানান, পুকুরে পানিতে ডুবে মৃত্যু হওয়া শিশুটি হাসপাতালে নিয়ে আসার পূর্বে মৃত্যু হয়।
এইচকেআর
