কলাপাড়ায় বৃদ্ধকে কুপিয়ে জখম


কলাপাড়ায় গরুতে ফসল খাওয়াকে কেন্দ্র করে রব চৌকিদার (৬০) নামের বৃদ্ধ কে রড ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। এছাড়াও প্রভাবশালীদের ভয় আহত রব চৌকিদারকে হাসপাতালে ভর্তি করতে পারনি আত্মীয়-স্বজনরা।
বৃহস্পতিবার বিকালে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নবীপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
আহত আত্মীয় স্বজনেরা জানান, গরুতে ফসল খাওয়াকে কেন্দ্র করে তোফাজ্জেল নাজির, মহিউদ্দিন নাজির, আব্বাছ নাজির, শাহাবুদ্দিন নাজির, বসার নাজির, আবুল নাজির, রিফাত নাজির ও আশ্রাফুল নাজির রড ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। তাকে রক্তাক্ত অবস্থায় কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে বাধা প্রদান করে বলে অভিযোগ করা হয়েছে।
পরে রাত সাড়ে ১১ টার দিকে পার্শ্ববর্তী উপজেলা আমতলীতে ভর্তি করা হয়। তারা আরও বলেন, এঘটনাকে ধামাচাপা দিতে আসামিরা নিজেরা কলাপাড়া হাসপাতালে ভর্তি হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
এইচকেআর
