ঢাকা সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

পিরোজপুরে পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু

পিরোজপুরে পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পিরোজপুরের নাজিরপুরে পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসায় সুমা বেগম (২০) নামের এক প্রসূতির মৃত্যু হয়েছে। নিহত প্রসূতি সুমা উপজেলার সদর ইউনিয়নের আমতলা গ্রামের সুমন মাঝির  স্ত্রী। শুক্রবার বিকালে তার মৃত্যু হয়।

নিহতের পিতা মো. শাহাবুদ্দিন জানান, তার মেয়ে  গত শুক্রবার  দুপুরে নিজ বাড়িতে বসে সন্তান প্রসবের জন্য অসুস্থ হয়ে পড়ে। এতে স্থানীয় পল্লী চিকিৎসক সঞ্জয় মন্ডলকে নিয়ে আসা হয়।  তিনি ব্যবস্থাপত্র দিলে ওই প্রসূতি একটি সন্তানের জন্ম দেন।  পরে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন।  মুমূর্ষু অবস্থায় তাকে উপজেলা হাসপাতাল ও পরে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

চিকিৎসকরা জানান, ওই প্রসূতি ভুল চিকিৎসায় মারা গেছেন। এ ঘটনার পর অভিযুক্ত পল্লী চিকিৎসক পলাতক রয়েছেন। তবে তিনি মুঠো ফোনে  জানান, ওই প্রসূতি অসুস্থ হয়ে পড়লে তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়া হয়। কোন ভুল চিকিৎসা দেয়া হয়নি। 

স্থানীয়রা জানান, এর আগেও ওই পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসায় দুই প্রসূতির মৃত্যু হয়েছে। 
এ ব্যাপারে থানার অফিসার ইন চার্জ (ওসি, তদন্ত) মো. মাহিদুল ইসলাম জানান, এ ব্যাপারে কোন অভিযোগ পাওয়া যায় নি। অভিযোগ পাওয়া গেলে আইনী ব্যবস্থা নেয়া হবে।


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন