ঢাকা মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

কলাপাড়ায় খেলাঘরের কমিটি অবৈধ ঘোষণা

কলাপাড়ায় খেলাঘরের কমিটি অবৈধ ঘোষণা
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পটুয়াখালীর কলাপাড়ায় নিয়মতান্ত্রিক উপায়ে কমিটি গঠন না করায় মানিকমালা খেলাঘর আসরের নব-গঠিত আহবায়ক কমিটিকে অবৈধ ঘোষনা করেছে খেলাঘরের বর্তমান কার্যকরী কমিটি। শুক্রবার সন্ধ্যায় খেলাঘরের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় নব-গঠিত এ আহবায়ক কমিটিকে অবৈধ ঘোষনা করার সিদ্বান্ত গৃহীত হয়। এসময় খেলাঘরের প্রাক্তন এবং বর্তমান কর্মীরা উপস্থিত ছিলেন । 

মানিকমালা খেলাঘর আসর খেপুপাড়া শাখার সভাপতি মিসেস মনোয়ারা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় খেলাঘর জাতীয় পরিষদের সদস্য কমরেড নাসির তালুকদার তাঁর বক্তব্যে বলেন খেলাঘর শিশু কিশোরদের একটি সংগঠন, এটিকে  কলুষিত করার অধিকার কারোর  নেই।

এখানে কার্যকরী কমিটি থাকা স্বত্ত্বেও পূর্বে কোন রকম না জানিয়ে  নিয়ম-কানুনের প্রতি অশ্রদ্ধা দেখিয়ে এ কমিটি ঘোষনা করা হয়। খেলাঘর যেহেতু একটি আদর্শ ভিত্তিক সংগঠন, সেই আদর্শকে সমুন্নত রেখে কমিটি গঠন করা উচিত। এ কমিটিকে তিনি অবৈধ কমিটি বলে উল্লেখ করেন।
 
মানিকমালা খেলাঘর আসরের সভাপতি মিসেস মনোয়ারা বেগম বলেন, খেলাঘর চর দখলের মতো কোন সংগঠন নয়, এটি একটি আদর্শ ভিত্তিক সংগঠন। এর নিয়ম-কানুন রয়েছে। যেমন খুশি তেমন কমিটিকে তিনি প্রত্যাখান করে সম্মেলনের মধ্য দিয়ে নতুন কমিটি গঠন করা উচিত বলে তিনি উল্লেখ করেন।

মানিকমালা খেলাঘর আসরের সাবেক সাংস্কৃতিক সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য জগন্নাথ সিকদার বলেন আহবায়ক কমিটিতে আমাকে অর্ন্তভুক্ত করে জানানো হয়েছে, কমিটি গঠনের আগে জানানো হয়নি বলে তিনি উল্লেখ করেন। 
 
অপরদিকে আহবায়ক শিক্ষিকা নমিতা দত্ত সাংবাদিকদের বলেন, সম্মেলনের মধ্য দিয়েই কমিটি গঠন করার নিয়ম, তবে কেন্দ্রীয় কমিটির নির্দেশে আহবায়ক কমিটি করা হয়েছে। পরবর্তীতে পূর্নাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেন তারা। 

উল্লেখ্য, গত ৪ ফেব্রুয়ারী মানিক মালা খেলাঘর আসর খেপুপাড়া শাখার একাংশ কতৃক একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। এতে নমিতা দত্তকে আহবায়ক করে ২৭ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষনা করা হয় । এসময় খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতি মন্ডলীর সদস্য প্রবীর সাহা ,সদস্য ধীরেন হালদার উপস্থিত ছিলেন ।


কেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন