আগৈলঝাড়ায় বিপুল পরিমাণ ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার


বরিশালের আগৈলঝাড়ায় বিপুল পরিমাণ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন বরিশাল র্যাব-৮ সদস্যরা। এঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
র্যাব-৮ এর ডিএডি মো.আব্দুল্লাহ জানান, উপজেলার রত্নপুর ইউনিয়নের বেলুহার গ্রামের কাসেম মীরের ছেলে রিপন মীরকে ছয়গ্রামের মসজিদ সংলগ্ন পাকা সড়ক থেকে ১৩৩ পিস ইয়াবা, মাদক বিক্রির ৩৭০টাকা ও একটি মোটরসাইকেলসহ তাকে বুধবার বিকেলে গ্রেফতার করেন বরিশাল র্যাব-৮ সদস্যরা।
এঘটনায় র্যাব-৮ এর ডিএডি মো.আব্দুল্লাহ বাদী হয়ে আগৈলঝাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী রিপন মীরকে বৃহস্পতিবার সকালে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।
এমবি
