ঢাকা সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

কলাপাড়ায় পাঁচ শুটকি ব্যবসায়ীকে কারাদন্ড

কলাপাড়ায় পাঁচ শুটকি ব্যবসায়ীকে কারাদন্ড
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার আলীপুর এলাকায় সোমবার (১৪ ফেব্রুয়ারী) দুপুর ১ টার দিকে বিভিন্ন প্রজাতির হাঙ্গর নিধনের অপরাধে পাঁচ শুটকি ব্যবসায়ীকে বন সংরক্ষন আইনে  তিন মাস করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

দন্ডপ্রাপ্ত শুটকি ব্যবসায়ীরা হলো মো.জুবায়ের হোসেন, মো.রুবেল মো.জহিরুল ইসলাম, মো. মোশারেফ হোসেন ও মো.রুবেল হাওলাদার। এদের কাছ থেকে তিন মন পিতম্বরী প্রজাতির ও এক মন কালো হাঙ্গার জব্দ করা হয়।

পরে হাঙ্গর গুলোকে মাটি চাঁপা দেয়া হয়। মৎস্য ব্যবসায়ীদের বাড়ী আলীপুর এলাকার বিভিন্ন গ্রামে। এরা সাগরে মাছ শিকারের পাশাপাশি শুটকি করে বিক্রি করে থাকে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নিবার্হী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন