শহীদ জননী সাহান আরা বেগমের জন্মদিনে আ’লীগের দোয়া মোনাজাত


পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির মন্ত্রী মর্যদায় আহ্বায়ক আবুল হাসানাত আবদুল্লাহ- এমপি’র সহধর্মিণী ও বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র মাতা, বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও শহীদ জননী বীর মুক্তিযোদ্ধা মরহুমা সাহান আরা বেগম এর জন্মদিন উপলক্ষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার নগরীর কালিবাড়ি রোড সেরনিয়াবাত ভবনে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের যৌথ আয়োজনে এ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
এসময় অন্যান্যদের মধ্যে বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, পুলিশের অতিরিক্ত আইজিপি ও বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, বরিশাল রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান, অতিরিক্ত ডিআইজি একেএম এহসান উল্লাহ, বরিশাল জেলার পুলিশ সুপার মো. মারুফ হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর হোসেন, বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক আহমেদ, জেলার স্থানীয় সরকার উপ-পরিচালক শহিদুল ইসলাম উপস্থিতি ছিলেন।
এছাড়াও বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ, আওয়ামী যুবলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, নগরীর ৩০টি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক, সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলরসহ সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দোয়া মোনাজাত পরিচালনা করেন এবায়দুল্লাহ্ মসজিদের খতিব মাওলানা নূরুর রহমান বেগ। এসময় মরহুমা সাহান আরা বেগম এর রুহের মাগফেরাত কামনা এবং আবুল হাসানাতত আবদুল্লাহসহ তার পরিবারবর্গের সুস্বাস্থ্য কামনা করে দোয়া করা হয়।
কেআর
