অবৈধ সরকারের পতন ঘটাতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সেলিমা রহমান


বরিশাল দক্ষিণ জেলা বিএনপি’র পরিচিতি সভা এবং শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার নগরীর একটি হোটেলের কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করান বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী বেগম সেলিমা রহমান।
প্রধান অতিথি’র কক্তৃতায় তিনি বলেন, ‘সার্চ কমিটি কি তা বিএনপি জানতে চায় না এবং আমরা তা মানিও না। নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া আগামী নির্বাচন হবে না। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই সরকারের অত্যাচার-নির্যাতন ও মিথ্যা মামলায় সাজা ভোগ করার পরও এক সেকেন্ডের জন্য তিনি মাথানত করেননি। আমরা সেই নারীর দল করছি।’
সাবেক এই মন্ত্রী বলেন, ‘আমরা এখন দেশের গণতন্ত্র উদ্ধারের জন্য একটি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লাড়াই করে যাচ্ছি। তাই আগামী আন্দোলনে এই অবৈধ সরকারের পতন ঘটাতে সকলকে ঐক্যবদ্ধভাবে রাতপথে কাজ করার আহ্বান জানান।
বরিশাল জেলা (দক্ষিণ) এর আহ্বায়ক অ্যাডভোকেট মজিবর রহমান নান্টুর সভাপতিত্বে এবং সদস্য সচিব অ্যাডভোকেট আকতার হোসেন মেবুল এর সভাপতিত্বে পরিচিতি সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপি’র বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিছ আক্তার জাহান শিরিন, সহ-সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক নান্নু, কেন্দ্রীয় কমিটির সদস্য এবায়দুল হক চাঁন, সাবেক সংসদ সদস্য আবুল হোসেন খান, মহানগর বিএনপি’র আহ্বায়ক মো. মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব অ্যাডভোকেট মীর জাহিদুল করিব জাহিদ, উত্তর জেলা বিএনপি’র আহ্বায়ক দেওয়ান মো. শহিদুল্লাহ, সদস্য সচিব মিজানুর রহমান মুকুল ও দক্ষিণ জেলার সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম শাহিন।
পরিচিতি সভায় আলোচনা পর্ব শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি বেগম সেলিমা রহমান দক্ষিণ জেলা বিএনপি’র আহ্বায়ক ও সদস্য সচিবসহ ৪৭ সদস্য বিশিষ্ট কমিটির নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করান।
কেআর
