আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বরিশালে আ’লীগের কর্মসূচি


অমর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ। গতকাল রাতে দলের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এক কর্মসূচি বিষয়টি জানানো হয়েছে।
কমূসূচির মধ্যে রয়েছে: নগরীর শহীদ সোহেল চত্বর দলীয় কার্যালয়ের সামনে আগামী ২০ ফেব্রুয়ারি রাত ১১ টায় দলীয় নেতাকর্মিদের উপস্থিত এবং ২১ ফেব্রুয়ারি প্রথম প্রহরে (২০ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২.০১ মি.) কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের স্মরণে পুষ্পমাল অর্পন ও শ্রদ্ধা নিবেদন।
মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সকল কর্মসূচি যথাযথভাবে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে সাথে পালনের জন্য আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনসমূহের নেতাকর্মীর প্রতি আহ্বান জানিয়েছেন।
এইচকেআর
