বিএনপি-জামায়াতের কাজই সাংবিধানিক প্রতিষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করা: বাহাউদ্দিন নাছিম


বিএনপি-জামায়াত উন্নয়নের ধারাবাহিকতা দেখতে চায় না অভিযোগ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বিএনপি-জামায়াতের কাজই সাংবিধানিক প্রতিষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করা। এজন্য তারা সব কাজের বিরোধিতা করে।
তিনি বলেন, ‘সার্চ কমিটি থেকে নাম নিয়ে যে নির্বাচন কমিশন গঠন হবে, আওয়ামী লীগ সেটাকে স্বাগত জানাবে। কারণ, সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনের ওপর আস্থা রাখতে হবে।’ বুধবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে বরিশাল বিভাগের বিভিন্ন জেলা আওয়ামী লীগের সঙ্গে মতবিনিময়ের পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও বরিশাল বিভাগের সাংগঠনিক প্রধান আবুল হাসানাত আবদুল্লাহর সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
‘সার্চ কমিটির ১০ জনের সবাই আওয়ামী লীগের লোক’, বিএনপির এমন অভিযোগকে আওয়ামী লীগ ফোবিয়া বলে মন্তব্য করেছেন আ ফ ম বাহাউদ্দীন নাছিম। এসময় তিনি বিএনপি নেতাদের দেশেই চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন। নির্বাচন কমিশনের বিষয়ে তিনি বলেন, ‘রাষ্ট্রপতি সাংবিধানিকভাবে প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনারদের যেভাবে ঠিক করে দেবেন, দেশের মানুষ সেভাবেই মেনে নেবে। আওয়ামী লীগের পক্ষ থেকে যেটাই হোক না কেন, তা মেনে নেবো। বাংলাদেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে যেটি প্রয়োজন, সেটি হচ্ছে নির্বাচন। আর নির্বাচনের জন্য প্রয়োজন নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশনের প্রতি আমাদের আস্থা থাকতে হবে, শ্রদ্ধা থাকতে হবে।’ বরিশাল বিভাগের সভার বিষয়ে নাছিম বলেন, ‘আজকের সভার মধ্যদিয়ে আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি। আমাদের সভাপতি প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছেন— জেলা, উপজেলা, ইউনিয়নকে ঢেলে সাজানোর, তিন মাসের মধ্যে সম্মেলন করার যে নির্দেশনা তিনি দিয়েছেন, জেলা আওয়ামী লীগের সঙ্গে আমরা যোগাযোগ করবো। যেখানে সম্মেলন বাকি আছে সেগুলো সম্পন্ন করবো। ১২ মার্চ সকাল ১০টায় একটি ভার্চুয়াল সভা হবে। আমরা বরিশাল বিভাগ দিয়ে শুরু করবো, জেলা উপজেলা ও ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদকসহ আওয়ামী লীগ থেকে নির্বাচিত জনপ্রতিনিধিদের সমন্বয়।’
নাছিম জানান, বরিশালের মোট ৪টি জেলার সম্মেলন বাকি আছে। পিরোজপুর ও বরগুনায় ৭ মার্চের আগে জেলায় গিয়ে বর্ধিত সভা করা হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আওয়ামী লীগ একটি বড় দল। আমাদের নেতাকর্মীদের কোনও অভাব নাই। দেশের যতগুলো বিভাগে নির্বাচন হয়েছে, তার মধ্যে বরিশালে ফলাফল ভালো। বরিশাল বিভাগে বিদ্রোহীর সংখ্যা কম। আমরা আশা করি, আমাদের মধ্যে যে মতভেদ সৃষ্টি হয়েছে, ১২ মার্চের সভার মধ্যে দিয়ে আমরা তা কমিয়ে আনবো। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনকে ঐক্যবদ্ধ নির্বাচন বলে আখ্যা দেন তিনি।
এ সময় অন্যদের মধ্যে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, দফতর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ, উপ-দফতর সম্পাদক সায়েম খান, কেন্দ্রীয় নেতা গোলাম রব্বানী চিনু, আনিসুর রহমান উপস্থিত ছিলেন।
এইচকেআর
