ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

Motobad news

ভাষা সৈনিক একেএম আজহার উদ্দিন’র ৭ম মৃত্যুবার্ষিকী আজ

ভাষা সৈনিক একেএম আজহার উদ্দিন’র ৭ম মৃত্যুবার্ষিকী আজ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

মুক্তিযোদ্ধা, শিশু সংগঠক ও বরিশাল কিশোর মজলিস এর প্রতিষ্টাতা প্রয়াত এ কে এম আজহার উদ্দিন এর ৭ম মৃত্যুবার্ষিকী আজ। তিনি উনসত্তরের গণ অভ্যুত্থানসহ একাত্তর সালে দেশকে স্বাধীন করার জন্য মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েন। দেশ স্বাধীন হবার পর নারী শিক্ষা বিস্তারের বিশেষ ভূমিকা পালন করেন। সে লক্ষ্যে নিজে প্রতিষ্ঠা করেন কিশোর মজলিস প্রাথমিক বিদ্যালয়, এ আর এস এস বালিকা উচ্চ বিদ্যালয়, কিশোর মজলিস পাঠাগার ও কিশোর ফৌজ। এছাড়া বেগম তফাজজাল হোসেন মানিক মিয়া মহিলা কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা। ১৯৩৫ সালে ২২ ডিসেম্বর জন্ম নেয়া এ কে এম আজহার উদ্দিন। ২০১৪ সালের এ দিনে ঢাকার বারডেম হাসপাতালে তিনি মৃত্যু বরন করেন।


তার ছেলে ও ভাষা সৈনিক এ কে এম আজহার উদ্দিন শিক্ষা ট্রাস্ট এর স্ট্রাস্টি আবু বকর ছিদ্দিক সোহেল জানান, করোনা পরিস্হিতির কারনে মৃত্যু দিবস উপলক্ষে পরিবারের পক্ষ থেকে এলাকার অসহায় মানুষদের মধ্যে দৈনন্দিন জীবনের খাবার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। পাশাপাশি আজ শনিবার সরকারি শিশু পরিবার বালক, বালিকা ও সামাজিক প্রতিবন্ধি শিশুদের ইফতার ও রাতের খাবারের আয়োজন করা হয়েছে।
 


টিএইচএ/
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন