ঢাকা মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

Motobad news
শিরোনাম
  • বিচারক রকিবুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানালেন পিপি কাজী বসির উদ্দিন যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ায় বেনজীরের সম্পদ ক্রোক, ব্যাংক হিসাব ফ্রিজ বিএনপি এখন চাঁদাবাজদের দলে পরিণত হয়েছে: নাহিদ ইসলাম বরিশালে জাল টাকা ও বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ৪ দুর্যোগপূর্ণ আবহাওয়া: ভোলার ১০ রুটে লঞ্চ চলাচল বন্ধ বরগুনা জেলা নির্বাচন অফিসে আগুন, পুড়েছে গুরুত্বপূর্ণ কাগজপত্র সাঈদ-মুগ্ধদের ‘জাতীয় শহীদ’, ড. ইউনূসকে ‘জাতীয় সংস্কারক’ ঘোষণা কেন নয় বরিশালের ৬টি আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী ঘোষণা মিটফোর্ডে হত্যার শিকার সোহাগের পরিবারের পাশে বিএনপি পিরোজপুরে পথসভা থেকে ফেরার সময় এনসিপি নেতার ওপর হামলা
  • বাউফলে মাদরাসার দুই কর্মচারীকে পিটিয়ে ও কুপিয়ে জখম

    বাউফলে মাদরাসার দুই কর্মচারীকে পিটিয়ে ও কুপিয়ে জখম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর বাউফলে মো. হাসান সরদার (২৬) ও মো. বাবুল হোসেন ওরফে বাবলু (২৮) নামে দুই ব্যক্তিকে কুপিয়ে জখম করা হয়েছে। খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এদের মধ্যে হাসানকে গুরুতর আহত অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

    আজ বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার নাজিরপুর ইউনিয়নের রামনগর চৌরাস্তা বাজারে ওই ঘটনা ঘটেছে।

    হাসান ও বাবুল দুজনেই রামনগর তাতেরকাঠী ছালেহিয়া দাখিল মাদরাসার চতুর্থ শ্রেণির কর্মচারী।

    আহত বাবুল অভিযোগ করেছেন,স্থানীয় মাদক ব্যবসায়ী মো. তরিকুলের (২৬) ও মো. বশিরের (২৭) নেতৃত্বে আট-দশজনের একটি সন্ত্রাসী দল তাঁদের ওপর হামলা চালিয়ে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে ফেলে যায়।

    বাউফল থানা সূত্রে জানা গেছে, তরিকুলের বিরুদ্ধে বরিশাল বিভাগের বিভিন্ন থানায় মাদক মামলা রয়েছে। একাধিকবার তরিকুল মাদকসহ গ্রেপ্তার হয়েছিলেন। সম্প্রতি তিনি জেল থেকে জামিনে বের হয়েছেন।

    স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সন্ধ্যার দিকে মাদরাসা থেকে বের হয়ে রামনগর চৌরস্তা বাজারে একটি দোকানে বসে চা পান করছিলেন। সন্ধ্যা পৌনে ছয়টার দিকে তরিকুলের ও বশিরের নেতৃত্বে আট-দশ জনের একটি দল  হাসান ও বাবুলের ওপর হামলা চালায়। ওই সময় পিটিয়ে ও কুপিয়ে আহত করে হাসান ও বাবুল। একপর্যায়ে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে একটি ঘরে নিয়ে আশ্রয় দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসা কর্মকর্তা নূর আহম্মেদ সাঈদ বলেন,‘দুজনের মধ্যে হাসানের অবস্থা গুরুতর। মাথা,হাত ও পিঠে কোপের দাগ রয়েছে। রক্তক্ষরণ হয়েছে।তাই তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

    খোঁজ নিয়ে জানা গেছে, আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলের জেরে হাসান ও বাবুলের ওপর হামলা চালানো হয়েছে। তরিকুল ও বাবুল রামনগর তাতেরকাঠী ছালেহিয়া দাখিল মাদরাসার ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি এসএম মহসিনের পক্ষের। আর তরিকুল ও বশির ইউনয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও নাজিরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারমানের সমর্থক।

    তবে দলীয়ভাবে তরিকুল ছাত্রদলের কর্মী। তাঁর পরিবার বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। এ বিষয়ে জানার জন্য তরিকুল ও বশিরের মুঠোফোনে কল করলে বন্ধ পাওয়া যায়।

    বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন,‘খবর পেয়ে আহত দুই ব্যক্তিকে পুলিশ  উদ্ধার করেছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ