কলাপাড়ায় ঠিকাদারের বাড়ীতে দূবৃর্ত্তদের হানা, টাকা ও স্বর্নলংকার লুট


কলাপাড়ায় মো.শাহআলম হাওলাদার নামে এক ঠিকাদারের বাড়ীতে ১০/১৫ জনের একদল দূর্বৃত্তরা হানা দিয়ে নগদ টাকা ও স্বর্নলংকার লুট করে নিয়েছে। শনিবার দিবাগত রাত তিন টার দিকে উপজেলার চাকামইয়া ইউনিয়নের বেতমোর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ ঘটনায় এলাকার মানুষের মধ্যে ভীতির সঞ্চার হয়েছে। দূর্বৃত্তরা নগদ ৩ লাখ ৭০ হাজার টাকা ও অন্ততঃ ২০ ভরি ওজনের স্বর্নলংকার লুট করে নেয় বলে বাড়ীর মালিক দাবী করছেন।
ঠিকাদার মো.শাহআলম খলিফা জানান, ১২ /১৩ জনের ওই ডাকাত দল প্রত্যোকেই মুখোশধারী ছিল। তাদের হাতে ধারালো অস্ত্র ছিল। তারা একত্রিক হয়ে দরজা ধাক্কা দিলে দরজা খুলে যায়। এসময় তার এক ভাগ্নে মো.মিজানুর রহমানের (৩০) হাত-পা বেঁধে ফেলে, এসময় বাড়ীর অন্যান্যদের ভয়-ভীতি দেখিয়ে ল্যাপ- তোষক দিয়ে তাদের ঢেকে রাখে।
এসময় তাদের ষ্টীল আলমীরা ও আসবাবপত্র তছনছ করে নগদ ওই টাকা ও মহিলাদের পরিধেয় স্বর্নালংকার সহ ঘরে রাখা র্স্বনালংকার লুট করে নেয়। তবে দুর্বৃত্তরা কাউকে গুরুতর কোন আঘাত করেনি।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জসীম জানান, আমরা ঘটনাস্থলে এসেছি, বিষয়টি তদন্ত চলছে। তবে কোন মামলা হয়নি বলে তিনি উল্লেখ করেন।
এইচকেআর
