ঢাকা সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

বিএনপিকে চায়ের নিমন্ত্রণ দিলেন সিইসি

বিএনপিকে চায়ের নিমন্ত্রণ দিলেন সিইসি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেছেন, ‘বিএনপি নির্বাচনে যাবে না বলে যদি ঘোষণা দিয়েও থাকে তারপরও আমরা তাদের সাথে বসতে পারি। আমরা আহ্বান জানাবো, আপনারা আসেন, চা খান। আমরা এটুকু তো বলতেই পারি।’

আজ সোমবার দায়িত্ব গ্রহণের পর এক প্রেস ব্রিফিংয়ে সিইসি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। সবাইকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানান নতুন সিইসি।

উল্লেখ্য, গতকাল রবিবার বিকালে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী নতুন নির্বাচন কমিশনকে শপথ বাক্য পাঠ করান। কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে গঠিত নতুন নির্বাচন কমিশনে আছেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবীব খান এবং সাবেক জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর ও আনিছুর রহমান।


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন