প্রধানমন্ত্রীর প্রতি কৃষকের ভালোবাসা


পটুয়াখালীর গলাচিপায় মুজিবভক্ত কৃষক জাকির হোসেন ফসলের ক্ষেতে মুজিববর্ষ, নৌকা ও শেখ হাসিনা নাম লিখে ফুটিয়ে তুলেছেন। গত তিন মাস ধরে তিনি বাড়ির পাশের ধানের বীজ দিয়ে ফসলের মাঠে এ ক্যানভাস তৈরি করেছেন। এতে সহায়তা করেছেন তার কলেজপড়ুয়া বড় মেয়ে তামান্না।
ফসলের মাঠে এ ক্যানভাস দেখতে গলাচিপার ডাকুয়া ইউনিয়নের পূর্ব আটখালী গ্রামে প্রতিদিন ভিড় করছেন এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
গত ২৯ জানুয়ারি তিনি ধানের বীজ বপণ করেন। এ কাজে নাম লেখা ও নৌকা আঁকায় তার মেয়ে তামান্না সকাল থেকে দুপুর পর্যন্ত মাঠে সময় দেন। চার শতাংশ জমিতে তিনি তার এ ভালোবাসা ফুটিয়ে তুলেছেন। জাকির চেষ্টা চালাচ্ছেন অগ্নিঝরা মার্চ মাস পর্যন্ত তার এ চিত্রকর্মটি আগলে রাখতে। জাকিরের এ উদ্যোগ ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এলাকায়।
কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়েছেন পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এসএম শাহজাদা।
কৃষক জাকির হোসেন বলেন, গত ২৯ জানুয়ারি চার শতাংশ জমি তিন মাসের জন্য চুক্তি নিয়ে আমার ভালোবাসা প্রকাশ করেছি। এর আগে আমি চারবার প্রধানমন্ত্রীকে স্বপ্ন দেখেছি। ভাবলাম তিনি আমার কাছে হয়তো কিছু চান। আমি তো গরিব কৃষক। আমার দেওয়ার মতো তো আর কিছুই নাই। তাই পিতা মুজিব আর প্রধানমন্ত্রীকে আমার মতো করেই আমার ভালোবাসা প্রকাশ করলাম। এছাড়া স্বাধীনতা দিবসে আমার এ কাজ আমার ও আমার পরিবারের সবাইকে আত্মতৃপ্তি দেবে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান মু. শাহিন শাহ্ বলেন, গলাচিপার মাটি বঙ্গবন্ধুর ঘাটি। কৃষকের এ শিল্পকর্ম বঙ্গবন্ধুর আদর্শ আগামী প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিবে বলে বিশ্বাস করি।
উপজেলা নির্বাহী অফিসার আশীষ কুমার বলেন, বঙ্গবন্ধু ও মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃষক জাকিরের ভালোবাসা ও শ্রদ্ধার বহিঃপ্রকাশের খবর পেয়েছি। একজন কৃষকের শৈল্পিক কাজের মধ্য দিয়ে সবার নজর কেড়েছেন তিনি।
এইচকেআর
