ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

Motobad news

গৌরনদীতে আবুল হাসানাত আব্দুল্লাহ’র উদ্যোগে ত্রাণ বিতরণ

গৌরনদীতে আবুল হাসানাত আব্দুল্লাহ’র উদ্যোগে ত্রাণ বিতরণ
ছবি : ত্রাণ বিতরণ করছেন নেতৃবৃন্দ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

করোনা দুর্যোগে এলাকার গরীব, অসহায়, দুস্থ মানুষকে সহয়তা দিতে স্থানীয় সাংসদ ও পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন পরীবিক্ষণ কমিটির আহবায়ক (পূর্ণ মন্ত্রীর মর্যাদায়) আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ’র উদ্যোগে শনিবার সকালে বরিশালের গৌরনদী উপজেলার সরিকল পাইলট ইউনিয়নের গরীব, অসহায়, দুস্থ মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

বেলা ১১টায় সরিকল ইউনিয়ন পরিষদ চত্বরে সামাজিক দূরত্ব বজায় রেখে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ’র পক্ষে গৌরনদী পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হারিছুর রহমান ত্রাণ সামগ্রী বিতরণ করেন। 

ত্রাণ বিতরণের প্রথম দিনে শনিবার মোট ১০০ (একশত) পরিবারকে পরিবার প্রতি ৫ কেজি চাল, ৩ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি লবণ ও ১ লিটার তেল দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও সরিকল ইউপি চেয়ারম্যন মোঃ ফারুক মোল্লা, সাবেক উপজেলা আওয়ামীলীগ সদস্য ও সাবেক পৌর কাউন্সিলর আবু সাইদ নান্টু, সরিকল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মেজবা উদ্দিন আকন, আওয়ামী লীগ নেতা মোঃ মামুন মোল্লা প্রমুখ।

উল্লেখ্য, শনিবার থেকে শুরু হওয়া এ ত্রাণ বিতরণ কার্যক্রম ঈদের আগের দিন পর্যন্ত চলবে। পর্যায়ক্রমে উপজেলার ৭টি ইউনিয়ন ও একটি পৌরসভার সর্বত্র এ কার্যক্রম চালানো হবে। 
 


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন