মুলাদী পৌর আ’লীগের সভাপতি শিপু ও সম্পাদক সুমন রাঢ়ী


বরিশালের মুলাদী উপজেলার পূর্ণাঙ্গ এবং পৌর আওয়ামী লীগের কমিটির সভাপতি-সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে। বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ- এমপি এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস স্বাক্ষরে উপজেলা এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডাভাকেট আবদুল বারী এবং সাধারণ সম্পাদক মো. তারিকুল হাসান খান মিঠু স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে পৌর আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়।
২০২১ সালের ২০ নভেম্বর অনুমদিত এই কমিটি ঘোষণা করা হয়েছে বুধবার। এর মধ্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি করা হয়েছে এ্যাডাভাকেট আবদুল বারী এবং সাধারণ সম্পাদক মো. তারিকুল হাসান খান মিঠু কে।
৭১ সদস্য বিশিষ্ট উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটিতে তিনজনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। এরা হলেন- ওমর ফারুক, দেলোয়ার হোসেন হাওলাদার ও আবু হাসানাত জাপান।
অপরদিকে মুলাদী পৌর আওয়ামী লীগের সভাপতি মনোনীত হয়েছেন মো. জিয়াউল আহসান খান শিপু। এছাড়া সাধারণ সম্পাদক করা হয়েছে মুলাদী প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মো. আলমগীর হোসেন সুমন রাঢ়ী কে।
নবগঠিত উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দকে জেলা এবং পৌর আওয়ামী লীগের সভাপতি-সম্পাদককে উপজেলা আওয়ামী লীগের সাথে আলোচনা সাপেক্ষে সকল দলীয় এবং রাজনীতিক কর্মসূচি পালনের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।
কেআর
