ঢাকা মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

Motobad news
শিরোনাম
  • অভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চার উন্নয়ন জাতীয় পর্যায়ে সম্মেলন ১৬ জুলাই রাষ্ট্রীয় শোক জুলাইয়ের চেতনাকে ধারণ করে একসঙ্গে এগিয়ে যাওয়ার অঙ্গীকার প্রধান উপদেষ্টার ঢাকা-বরিশাল মহাসড়কে বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ ইসির প্রাথমিক বাছাইয়ে ‘ফেল’ নতুন নিবন্ধন চাওয়া ১৪৪টি দল মুজিববাদী আদর্শ গত ৫০ বছর দেশকে বিভাজিত করে রেখেছিল : নাহিদ ইসলাম ইসিতে ৪৩ হাজার পৃষ্ঠার নথি জমা দিয়েও ‘বাছাইয়ে ফেল’ এনসিপি ‘জাতীয় সংস্কারক’ উপাধি নিতে ইচ্ছুক নন অধ্যাপক ইউনূস: প্রেস উইং দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে ঐকমত্য হয়নি, সিদ্ধান্ত কমিশনের ওপর: আলী রীয়াজ বিচারক রকিবুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানালেন পিপি কাজী বসির উদ্দিন
  • পায়ের ক্ষত নিয়ে থানায় হাজির ঘোড়া

    পায়ের ক্ষত নিয়ে থানায় হাজির ঘোড়া
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর বাউফল উপজেলায় পায়ে ক্ষত নিয়ে একটি ঘোড়া থানায় হাজির হয়েছে। তাৎক্ষণিকভাবে পুলিশ ঘোড়াটির চিকিৎসার ব্যবস্থা করে।

    কিছুটা সুস্থ হলে ঘোড়াটি নিজ থেকেই চলে যায়।

    শুক্রবার (৪ মার্চ) দুপুরের দিকে একটি ঘোড়াটি থানার প্রধান ফটক দিয়ে প্রবেশ করে।

    পরে ঘোড়াটি মূল ভবনের ভিতরে ঢোকার সময় কর্তব্যরত পুলিশ সদস্যরা চোখে পড়লে ঘোড়াটিকে বাঁধা দেয়।

    থানা সূত্রে জানা যায়, ঘোড়াটি পুলিশ সদস্যের বাঁধা উপেক্ষা করে ডিউটি অফিসারের কক্ষের সামনে এসে দাঁড়ায়। এসময় কর্তব্যরত অফিসারসহ অন্যান্য পুলিশ সদস্যরা একাধিকবার তাড়ানোর চেষ্টা করলেও ঘোড়াটি ডিউটি অফিসারের মূল ফটকের সামনের থেকে সরাতে ব্যর্থ হন।

    থানার ডিউটি কর্মকর্তা উপ পুলিশ পরিদর্শক (এসআই) আশিকুর রহমান বলেন, আমরা ঘোড়াটি তাড়ানোর চেষ্টা করছিলাম। যখন দেখলাম সরছে না, তখন লক্ষ্য করলাম ঘোড়ার পিছনের বাঁ পা দিয়ে রক্তক্ষরণ হচ্ছে। পরে বিষয়টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানকে জানানো হয়।

    এরপর ওসি আল মামুন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘোড়াটির প্রয়োজনীয় চিকিৎসার নির্দেশ দেন।

    বাউফল উপজেলা প্রাণী সম্পদ অফিসের উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা আ. আজিজ বলেন, ঘোড়াটির ক্ষত দেখে মনে হয়েছে ধারালো কোন কিছুর আঘাত লেগেছে। যার কারনে পায়ের চামড়া উঠে মাংস ক্ষত হয়েছে। এরপর ঘোড়াটির ক্ষতস্থান ড্রেসিং করে ব্যথানাশক ইনজেকশনসহ বিভিন্ন ওষুধ লাগিয়ে দেওয়া গয়। পরে ঘোড়াটি কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সুস্থ মনে করলে নিজেই থানার থেকে বেড়িয়ে যায়।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ