'দ্রব্যমূল্য বৃদ্ধির কারণ সরকারের দুর্নীতি'


বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নিত্য-প্রয়োজনীয় দ্রব্যমূল্য সর্বক্ষেত্রে অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে আওয়ামী লীগের মন্ত্রী এবং তাদের নেতাদের দুর্নীতি। সেই সঙ্গে রয়েছে তাদের অযোগ্যতা। আজকে তারা দুর্নীতি করে ফুলে ফেঁপে বড় হচ্ছে। ওষুধের দাম বাড়ছে। স্বাস্থ্যখাতে হাজার কোটি টাকার দুর্নীতি হয়, কোনো বিচার হয় না।
আজ রবিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জাতীয়তাবাদী ছাত্রদলের সমাবেশে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, নিত্য-প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধির পিছনে আওয়ামী লীগ নেতারা জড়িত। দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতি প্রতিরোধ তখনই সম্ভব হবে- যখন একটা গণতান্ত্রিক সরকার আসবে। মানুষের নিরাপত্তা ও স্বাস্থ্য, শিক্ষা নিশ্চিত করতে পারবো তখনই, যখন একটা গণতান্ত্রিক সরকার আসবে। আর সেই সরকার আসতে হবে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে, জনগণের প্রতিনিধিত্বমূলক সরকার প্রতিষ্ঠা করতে হবে।
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলের পরিচালনায় সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, বিএনপির বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, বিএনপি নেতা ফজলুল হক মিলন, নাজিম উদ্দিন আলম, এবিএম মোশারফ হোসেন, যুবদলের সুলতান সালাউদ্দীন টুকু, স্বেচ্ছাসেবক দলের আব্দুল কাদির ভূইয়া জুয়েল, ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি কাজী রওনকুল ইসলাম, সিনিয়র যুগ্ম-সম্পাদক আমিনুর রহমান আমিন, ছাত্রদলের সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাফিজ, যুগ্ম-সম্পাদক তানজিল হাসান, সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ।
এমইউআর
