ঢাকা সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী কৃষক দল। বৃহস্পতিবার দুপুরে শহরের পুরাতন বাসস্টেশন থেকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে একটি মিছিলটি বের করেন সংগঠনের নেতাকর্মীরা

মিছিল নিয়ে তারা শহর প্রদক্ষিণ করতে চাইলে কামারখালী এলাকায় বাধা দেয় পুলিশ। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন জেলা কৃষক দলের আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আনিসুল হক, সদস্য সচিব আব্দুল ওয়াদুদ, সহ-সভাপতি হাজী আকুল আলী ও সিরাজুল ইসলাম প্রমুখ। এছাড়া বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন