গলাচিপায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন

'মুজিববর্ষের সফলতা, দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা'-এ স্লোগানের আলোকে পটুয়াখালীর গলাচিপায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২২ পালিত হয়েছে।
এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এর বাস্তবায়নে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা দুর্যোগ ও ত্রাণ বাস্তবায়ন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু। এছাড়াও উপজেলা দুর্যোগ ও ত্রাণ বাস্তবায়ন উপ-প্রকৌশলী মো. আসাদুজ্জামান আরিফ, সদর ইউনিয়ন সিপিপি টিম লিডার মো. দেলোয়ার হোসেনসহ সিপিপির সদস্যবৃন্দ ও গণমাধ্যম কর্মীরা সভায় উপস্থিত ছিলেন।
এমইউআর
