বরিশালে কৃষকদলের বিক্ষোভ সমাবেশ


দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে কৃষকদল। শুক্রবার সকাল ১১টায় নগরীর অশ্বিনী কুমার হল সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করে বরিশাল উত্তর ও দক্ষিণ জেলা কৃষক দল।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন কৃষক দলের বরিশাল জেলা (দক্ষিণ) এর আহ্বায়ক এইচ.এম মহসিন আলম।
এসময় বক্তব্য রাখেন- সংগঠনের সদস্য সচিব সফিউল আলম সাফরুল, বরিশাল মহানগরের আহ্বায়ক আব্দুর রশিদ চৌধুর, উত্তর জেলার আহ্বায়ক ননি মো. জামাল হোসেন, সদস্য সচিব সেলিম প্রমুখ।
বক্তারা বলেন, ভোটার বিহীন সরকার দেশটাকে পুলিশি রাজ্যে পরিণত করেছে। আজ তারা সিন্ডিকেটের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল বাড়িয়ে সাধারণ মানুষের রক্ত চুসে নিচ্ছে। আর সেই টাকা বিদেশ পাচারের উন্নয়ন করছে।
এসময় বক্তারা অবিলম্বে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে সরকারের প্রতি আহ্বান জানান। আর তা না পারলে সরকারকে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি জানান।
কে আর
