বাউফলে দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা


পটুয়াখালীর বাউফল উপজেলায় দশম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শুক্রবার বাউফল থানায় মামলা হয়েছে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বৃহস্পতিবার রাতেই ওই ছাত্রীটির বাবা ধর্ষণের অভিযোগ এনে লিখিত অভিযোগ করেছিলেন। আসামি গ্রেপ্তারের কৌশল হিসেবে মামলাটি রাতে রুজু করা হয়নি। আজকে (শুক্রবার) মামলা রুজু করা হয়েছে। আগামিকাল ডাক্তারি পরীক্ষার জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হবে। আসামি গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। '
ওই ছাত্রীটির বাবা অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে কালাইয়া গ্রামের আবু সওদাগরের বখাটে ছেলে মো. সিহান (২২)তাঁর মেয়েকে বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে প্রেমের প্রস্তাব দিয়ে প্রায়ই উত্ত্যক্ত করতো। একপর্যায়ে বিয়ের প্রলোভনে তাঁর মেয়ে সিহানের প্রস্তাবে রাজি হয়ে যায়। গত সোমবার তিনি এবং তাঁর স্ত্রী তাঁদের এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। সেই সুযোগে রাত আটটার দিকে সিহান তাঁদের ঘরে ঢুকে তাঁর মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করে। মেয়ের ডাকচিৎকারে স্থানীয় লোকজন এসে সিহানকে আটক করে ফেলে। খবর পেয়ে সিহানের স্বজনেরা এগিয়ে আসে। তখন কৌশলে সিহান দৌঁড়ে পালিয়ে যায়। এ বিষয়ে বাড়াবাড়ি না করার জন্য সিহানের স্বজনেরা শাষিয়ে যায়।
ছাত্রীটির মা অভিযোগ করেছেন,‘স্থানীয় কয়েক প্রভাবশালী ব্যক্তি বিষয়টি ফয়সালা করে দেওয়ার কথা বলে ঘোরাতে থাকে। কিন্তু ফয়সালা না দিয়ে ওদের (সিহান) সঙ্গে আপোষ করতে বলেন। নিরুপায় হয়ে তাঁর স্বামী বাদী হয়ে গত বৃহস্পতিবার রাতে সিহানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে বাউফল থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।’ তিনি এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।
এদিকে এ ঘটনার পর সিহান গা ডাকা দিয়েছে। তাঁর মুঠোফোন নম্বর বন্ধ পাওয়ায় এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি। পরিবারের কেউ এ বিষয়ে বক্তব্য দিতে রাজি হননি।
এমইউআর
