ঢাকা সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

'আমরা মাঠে নামলেই পতন হবে সরকারের'

'আমরা মাঠে নামলেই পতন হবে সরকারের'
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় দলটির নেতাকর্মীদের আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, ‘সরকারের পায়ের তলায় মাটি নেই। তাদের সময় ফুরিয়ে আসছে। আমরা মাঠে নামলেই সরকারের পতন হবে।’

শুক্রবার বগুড়ায় সদর উপজেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শহরতলির বাঘোপাড়ায় শহীদ দানেশ উদ্দিন স্কুল ও কলেজ মাঠে দীর্ঘ ১১ বছর পর এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এর উদ্বোধন করেন দলটির জেলা কমিটির আহ্বায়ক স্থানীয় পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশা। স্বাগত বক্তব্য দেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আলী আজগর তালুকদার হেনা। সভাপতিত্ব করেন বগুড়া সদর উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সোলায়মান আলী।

বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় সরকারের সমালোচনা করে বলেন, তাদের (সরকারের) লাগামহীন দুর্নীতির কারণে দেশে বর্তমানে অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দেশে মানবাধিকার নেই, গণতন্ত্র নেই; এমনকি ভোটাধিকারও হরণ করা হয়েছে। দুঃসহ এই অবস্থা থেকে জনগণকে উদ্ধার করতে হলে সরকারের পতন ঘটানো ছাড়া ভিন্ন কোনো উপায় নেই।


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন