অসুস্থ যুবনেতা সুজনের সুস্থতা কামনায় মসজিদে মসজিদে দোয়া


শারীরিক অসুস্থতার কারণে চিকিৎসার জন্য ভারত গিয়েছেন বরিশাল জেলা (উত্তর) যুবদলের যুগ্ম আহ্বায়ক ও বরিশাল জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সুজন। সেখানকার একটি হাসপাতালে তাঁর বড় ধরনের অস্ত্রপচার হবে।
তাই তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় নেতা সাইফুল ইসলাম সুজনের রোগমুক্তি কামনা করেছেন বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল এবং স্বেচ্ছাসেবক দল সহ অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা। তাঁর সুস্থতা কামনা করে জেলার বিভিন্ন উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের মসজিদে মসজিদে দোয়া মোনাজাত করা হচ্ছে।
তারই অংশ হিসেবে শুক্রবার বাদ জুমা মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়ন ও হিজলা উপজেলার হিজলা গৌরব্দী ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল এবং কৃষক দলের উদ্যোগে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
এর মধ্যে শুক্রবার বাদ জুমা নাজিরপুর ইউনিয়নে ভূঁইয়া বাড়ি জামে মসজিদ ও হিজলা গৌরব্দী ইউনিয়নে মান্দ্রা বাজার জামে মসজিদে দোয়া মোনাজাত অনুষ্ঠানে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং উত্তর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সুজনের সুস্বাস্থ্য কামনা করা হয়।
এসময় দোয়া মোনাজাতে অংশ নেন নাজিরপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন ভূঁইয়া, বিএনপি নেতা সানোয়ার হোসেন, শাহজাহান সরদার, রাকিব হোসেন, যুবদল নেতা আমির হোসেন, ইউসুব ভূঁইয়া, শাহাদাৎ সরদার, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ ইমরান, সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান বাপ্পি, সহ-সভাপতি ইমরান হাওলাদার, সহ সাধারণ সম্পাদাক এইচ.এম কাইয়ুম, দপ্তর সম্পাদক সজীব হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক জাবেদ হোসেন, ক্রীড়া সম্পাদক আশিক, সদস্য রকি, নাইমসহ অন্যন্য সংগঠনের নেতৃবৃন্দ।
হিজলা উপজেলার গৌরব্দী ইউনিয়নে মান্দ্রা বাজার জামে মসজিদে দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুবকর হাওলাদার, হিজলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবুল খায়ের হাওলাদার, উপজেলা যুবদল নেতা আলতাফ জমাদ্দার, যুবনেতা আলমগীর মৃধা, যুবনেতা মাইনুদ্দিন ঢালী, তারেক, মোশাররফ কবিরাজ, লালু মাল, কৃষকদলের সহ-সভাপতি শাহ আলম ফকির, সহ-সাংগঠনিক সম্পাদক রাজীব দেওয়ান, হিজলা গৌরব্দী ইউনিয়ন ছাত্রদল নেতা রাসেল মোল্লা, মাইদুল, জাফর, রাকিব, রাজীবসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
কেআর
