'দেশের কোথাও খাদ্য সংকট নেই'


নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, পৃথিবীর ২০০ দেশের মধ্যে ৩০টি দেশ প্রথম করোনা ভ্যাকসিনের আওতায় আসে। তার মধ্যে আমাদের বাংলাদেশ ছিল। যেখানে অনেক উন্নত দেশ ভ্যাকসিনের আওতায় আসেনি সেখানে বাংলাদেশ এসছিল। এটা গর্বের।
আজ শনিবার দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা’ শীর্ষক কর্মসূচির অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, দেশের সমালোচকদের একটি কথাও বাস্তবায়ন হয়নি। বাংলাদেশ ঠিকেই এগিয়ে গেছে। করোনার মধ্যেও কৃষি অর্থনীতি ধরে রাখতে আমাদের কোনো সাপ্লাই চেইন বন্ধ হয়নি। বাংলাদেশের কোথাও খাদ্য সংকট দেখা যায়নি। কৃষকরা তাদের পণ্য বিক্রি করতে পেরেছে। বাজার কখন বসে যায়নি।
প্রধানমন্ত্রী মায়ের মমতা দিয়ে দেশ পরিচালনা করছেন উল্লেখ করে তিনি আরো বলেন, সত্যিই তিনি মায়ের মমতা দিয়ে দেশ পরিচালনা করছেন। তিনি ২৪ ঘণ্টা বাংলার মানুষের জন্য কাজ করেন।
এমইউআর
