ঢাকা সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

নির্বাচন শুধু ক্ষমতার লড়াই নয়, মীমাংসিত বিষয় রক্ষারও লড়াই: ইনু

নির্বাচন শুধু ক্ষমতার লড়াই নয়, মীমাংসিত বিষয় রক্ষারও লড়াই: ইনু
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ‘জাতীয় নির্বাচন শুধু ক্ষমতার লড়াই নয়, বাংলাদেশ ও মহান মুক্তিযুদ্ধের মীমাংসিত বিষয় রক্ষারও লড়াই।’ তিনি বলেন, ‘স্বাধীনতার ৫০ বছরেও বাংলাদেশের চিরশত্রু দুর্নীতিবাজ-সাম্প্রদায়িক-জঙ্গি-রাজাকার ও তাদের দোসর এখনও সক্রিয়। তারা এখনও রাষ্ট্রের মীমাংসিত বিষয়ের ওপর আঘাত করছে। তারা বাংলাদেশ চায় না, পাকিস্তানপন্থা চায়। এজন্য তারা স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের মীমাংসিত বিষয়কে টার্গেট করেছে।’

শনিবার দুপুরে নগরীর কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সোলেমান হলে সিলেট জেলা ও মহানগর জাসদ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বিএনপি-জামায়াত নির্বাচনী খেলার নামে যেনতেনভাবে ক্ষমতায় যেতে চায়। মীমাংসিত বিষয়ে যারা একমত না, রাজনীতির মাঠ থেকে তাদের বিতাড়িত করতে হবে। শুধু নির্বাচন বা ক্ষমতার রদবদল কোনো সমস্যার সমাধান দেবে না।’

জাসদের কেন্দ্রীয় সহসভাপতি ও সিলেট জেলার সভাপতি লোকমান আহমদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা আনোয়ারুল হক, যুক্তরাজ্য জাসদের সভাপতি হারুনুর রশিদ, যুক্তরাষ্ট্র জাসদের সাবেক সভাপতি আব্দুল মোছাব্বির, মৌলভীবাজার জেলার সভাপতি আব্দুল হক, সিলেট জেলা জাসদের সহসভাপতি মজির উদ্দিন আনসার, ফরিদ মিয়া, মহীউদ্দিন আহমদ, আমিরুল ইসলাম চৌধুরী প্রমুখ। মহানগরের সাধারণ সম্পাদক গিয়াস আহমদের পরিচালনায় স্বাগত বক্তব্য দেন কেন্দ্রীয় সহসম্পাদক ও সিলেট জেলার সাধারণ সম্পাদক কে এ কিবরিয়া চৌধুরী।

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন