২৪ বছর পর নাসিম বিশ্বাসকে স্মরণ করলো বরিশাল বিএনপি


সাবেক রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাসের পুত্র এবং বরিশাল সদর আসনের সাবেক সংসদ সদস্য ডা. এহএতশামুল হক নাসিম বিশ্বাসকে ২৪ বছর পরে স্মরণ করলো বরিশাল বিএনপি। তার ২৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা এবং দোয়া মোনাজাত করেছেন তরা। রোববার রাতে মহানগর বিএনপি’র উদ্যোগে দলীয় কার্যালয়ে এই দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
মহানগর বিএনপি’র আহ্বায়ক মো. মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় সঞ্চালনার দায়িত্বে ছিলেন সদস্য সচিব ও বিসিসি’র কাউন্সিলর অ্যাডভোকেট মীর জাহিদুল কবির জাহিদ।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- মহানগর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আলী হায়দার বাবুল, যুগ্ম আহ্বায়ক ও বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক দায়িত্বপ্রাপ্ত মেয়র আলতাফ মাহমুদ সিকদার, সাবেক কাউন্সিলর হাবিবুর রহমান টিপু, যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও ঢাকা বিভাগের টিম প্রধান জাকির হোসেন নান্নু প্রমুখ।
বক্তারা বলেন, ‘বরিশাল মহানগর বিএনপি কোন অ-সাংগঠনিক কর্মকাণ্ডে জড়াবে না। সাংগঠনিক ভাবেই মহানগর বিএনপিকে নতুন করে উজ্জিবিত করা হচ্ছে। বর্তমান আহ্বায়ক কমিটি গঠন হওয়ার পর থেকেই সাংগঠনিক কর্মকাণ্ডের মাধ্যমে দল পরিচালনার কারণে মহানগর বিএনপি’র চিত্র পাল্টে গেছে।
বক্তারা মহানগর বিএনপি’র সাবেক এক নেতার বক্তব্যের সমালোচনা করে বলেন, ‘যিনি আমাদের অসাংগঠনিক কর্মকাণ্ড করে পুরানো এবং মেয়াদ উত্তীর্ণ ওয়ার্ড কমিটি ভেঙে দেয়া নিয়ে বিরুপ মন্তব্য করেছেন তিনি নিজেই অসাংগঠনিকভাবে দলে ছিলেন। কেননা বিএনপি’র গঠনতন্ত্রে মহানগর বিএনপিতে সহ-সাধারণ সম্পাদকের কোন পদ নেই।
মহানগর বিএনপি’র সাবেক সভাপতি মজিবর রহমান সরোয়ারের বিষয়ে তারা বলেন, ‘মজিবর রহমান সরোয়ার কেন্দ্রীয় বিএনপি’র যুগ্ম মহাসচিব। তাঁর সাথে বরিশাল মহানগর বিএনপি’র আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দের কোন শত্রুতা বা ভেদাবেদ নেই। এখানে কে কার লোক সেটা বড় বিষয় নয়। আমরা সবাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের দল বিএনপি ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এবং আসামির রাষ্ট্র নায়ক তারেক রহমানের সৈনিক।
এসময় আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ বলেন, ‘বিএনপিতে এক সময় যারা নেতৃত্ব দিয়েছেন বা দলের জন্য শ্রম দিয়েছেন আমরা তাদের নিয়মিত স্মরণ করবো। ইতিপূর্বে কি হয়েছে সেটা বলতে চাচ্ছি না। বর্তমান মহানগর বিএনপি প্রতিটি নেতাকর্মীর শারীরিক-মানসিক ও মৃত্যুবরণ করা নেতাকর্মীদের বাসা এবং তাদের পরিবারের খোঁজ রাখছে। তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। এজন্য আমরা মহানগর বিএনপি’র পক্ষ থেকে ছয় সদস্য বিশিষ্ট একটি কমিটিও করে দেয়া হয়েছে।
এদিকে, মহানগর বিএনপি’র নেতাকর্মীরা জানিয়েছেন, বরিশাল সদর আসনের সাবেক সংসদ সদস্য ডা. এহএতশামুল হক নাসিম বিশ্বাস বরিশালের গর্ব। অথচ এই নেতার জন্ম বা মৃত্যুবার্ষিকীতে তাকে স্মরণ করেনি বিএনপি। দীর্ঘ ২৪ বছর পরে হলেও প্রয়াত নেতার স্মরণে মহানগর বিএনপি যে কর্মসূচি পালন করেছে সেটা দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন বর্তমান নেতা-কর্মীরা।
কেআর
