ঢাকা সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

সংসদ নির্বাচনের প্রস্তুতি নিতে বললেন আবুল হাসানাত আবদুল্লাহ্

সংসদ নির্বাচনের প্রস্তুতি নিতে বললেন আবুল হাসানাত আবদুল্লাহ্
দলীয় জনপ্রতিনিধি ‍এবং নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন ‍আবুল হাসানাত ‍আবদুল্লাহ্
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে দলীয় নেতাকর্মী এবং স্থানীয় জনপ্রতিনিধিদের নির্দেশ দিয়েছেন পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহবায়ক (মন্ত্রী মর্যাদা), বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সিনিয়র সদস্য ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সদস্য এবং বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ-এমপি।

রোববার রাতে আগৈলঝাড়া উপজেলার সেরালস্থ বাসভবনে বিভিন্ন উপজেলা চেয়ারম্যান, নির্বাহী কর্মকর্তা, পৌর মেয়র ও ইউনিয়ন চেয়ারম্যানদের সাথে মতবিনিময়কালে তিনি এই নির্দেশনা দিয়েছেন। এসময় তিনি এলাকার বিভিন্ন উন্নয়ন কাজের অগ্রগতির খোঁজ খবর নেন এবং চলমান উন্নয়ন কাজ দ্রুত গতিতে শেষ করার নির্দেশ দেন।

সভায় বরিশাল জেলার গৌরনদী, আগৈলঝাড়া, উজিরপুর, মুলাদী, হিজলাসহ বিভিন্ন উপজেলার চেয়ারম্যান, নির্বাহী কর্মকর্তা, পৌর মেয়র, ইউপি চেয়ারম্যানসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, জেলা আওয়ামীলীগের সদস্য সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ, গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, পৌর মেয়র হারিছুর রহমান হারিছ প্রমুখ উপস্থিত ছিলেন।


কেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন