১৭ মার্চ উপলক্ষে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের কর্মসূচী


জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র জন্মদিন ও শিশুদিবস উপলক্ষে নানা কর্মসূচী হাতে নিয়েছে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চেত করে বরিশাল মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হেমায়েত উদ্দিন সেরনিয়াবাত সুমন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, দিনটিকে কেন্দ্র করে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয় সহ ৩০ টি ওয়ার্ড কার্যালয়ে আলোকসজ্জ্বা করা হবে। এছাড়া দলীয় কার্যালয়ে সূর্যদয়ের সাথে সাথে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন।সকাল ৯ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ আবদুর রব সেরনিয়াবাত এর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন।সকল মসজিদে বাদ যোহর দোয়া মোনাজাত এবং মন্দির, গির্জা ও প্যাগোডায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। এছাড়া বিকাল ৩ ঘটিকায় আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
এসএম
