ঢাকা বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫

Motobad news

সেন্টমার্টিনে ১ লাখ ২৬ হাজার ইয়াবা জব্দ

সেন্টমার্টিনে ১ লাখ ২৬ হাজার ইয়াবা জব্দ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

মিয়ানমার থেকে সাগর পথে পাচারের সময় টেকনাফের সেন্টমার্টিনের ছেড়াদ্বীপে ১ লাখ ২৬ হাজার পিস ইয়াবাসহ একটি মাছ ধরার ট্রলার জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড সদস্যরা। এ সময় ৫ পাচারকারীকে আটক করা হয়। 

আটককৃতরা হলেন, চট্রগ্রাম আনোয়ারা জেলার দক্ষিণ বন্দর গ্রামের বাসিন্দার আব্দুল মোতালেবের ছেলে মহিদুল ইসলাম (৩২), জুইদন্ডি গ্রামের সালেহ আহমদের ছেলে আবুল হোসেন (৩৬), একই গ্রামের নুর মোহাম্মদের ছেলে মোহাম্মদ আবুল কাশেম (২৯), আবু তাহেরের ছেলে মোহাম্মদ ফজেল করিম (২১), বইরাখ গ্রামের ইয়াকুব আলীর ছেলে মনুর আলী (৩৮)।

বুধবার দুপুরের কোস্টগার্ড স্টেশন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন টেকনাফ স্টেশন কমান্ডার লে. কমান্ডার সৈয়দ তৈমুর পাশা।
তিনি বলেন, বুধবার ভোরে সেন্টমার্টিন ছেড়াদ্বীপ থেকে আনুমানিক ৫ নটিক্যাল মাইল দূরে মিয়ানমার সীমানা হতে বাংলাদেশ সীমানায় অবৈধভাবে একটি কাঠের নৌকাকে প্রবেশ করতে দেখা যায়। নৌকাটির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যরা নৌকাটিকে থামার সংকেত দেয়। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে নৌকাটি না থেমে দ্রুত মিয়ানমার সীমানায় পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কোস্ট গার্ড সদস্যরা ধাওয়া করে নৌকাসহ ৫ জনকে আটক করে। পরে নৌকাটি তল্লাশি করে পানির ড্রামের ভেতর লুকিয়ে রাখা ১ লাখ ২৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন