খালেদার মুক্তির মেয়াদ বাড়াতে মত দিল আইন মন্ত্রণালয়


সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির মেয়াদ আরো ছয় মাস বাড়ানোর মত দিয়েছে আইন মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে। তবে গতকাল সন্ধ্যা পর্যন্ত প্রজ্ঞাপন জারি করা হয়নি বলে জানা গেছে।
গতকাল সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. মোকাব্বির হোসেন বলেন, আইন মন্ত্রণালয়ের মতামত পাওয়ার পর সেটির আরো কার্যক্রম রয়েছে।
আইন মন্ত্রণালয়ের মতামত পাওয়ার পর তা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে। সেখান থেকে অনুমোদন হয়ে আসার পর মেয়াদ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।
এইচকেআর
