ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

Motobad news

খামারে আগুন, মারা গেল ২৭টি গরু

খামারে আগুন, মারা গেল ২৭টি গরু
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার কসবা ইউনিয়নের আখিলা গ্রামে একটি খামারে আগুন লেগে পুড়ে ২৭ গরুর মৃত্যু হয়েছে।  

বৃহস্পতিবার (১৭ মার্চ) রাতে ওই গ্রামের বাসিন্দা সলেমান আলীর গরুর খামারে এ ঘটনা ঘটে।

সলেমান একই গ্রামের মৃত সমির উদ্দিনের ছেলে।
 
জানা গেছে, রাতে মশা তাড়ানোর জন্য খামারে ধুপ জ্বালিয়ে ধোয়া দিচ্ছিলেন খামার মালিক সলেমান। এ সময় অসাবধানবশত ধোয়া তৈরির কুণ্ডুলি থেকে আগুনের সূত্রপাত হয়। এতে বৈদ্যুতিক সংযোগ ক্ষতিগ্রস্ত হয়। পরে সেখান থেকে আগুন পুরো খামারে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনেন। তবে এর আগেই আগুনে পুড়ে ২৭ গরুর মৃত্যু হয়। এর মধ্যে তিনটি বড় ষাড়, ২২টি শাহীওয়াল বড় বকনা, দু’টি বাছুর।

ফায়ার সার্ভিসের বরাত দিয়ে নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান জানান, আগুনে খামারটির আনুমানিক ক্ষয়-ক্ষতির পরিমাণ ৩০ লাখ টাকা।


এসএম
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন