ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

Motobad news

প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করলেন পঙ্কজ নাথ

প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করলেন পঙ্কজ নাথ
ছবি : ঈদ উপহার বিতরণ করছেন এমপি পঙ্কজ নাথ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নে আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দেয়া বিশেষ ঈদ উপহারের নগদ অর্থ বিতরণ করা হয়েছে। উপজেলার শ্রীপুর ইউনিয়ন পরিষদ চত্বরে আজ বেলা ১১টায় প্রধান অতিথি হিসেবে ৩৭ শত দুস্থ-অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া বিশেষ ঈদ উপহারের জনপ্রতি নগদ ৪৫০ টাকা করে স্বাস্থ্যবিধি মেনে বিতরণ করেন, স্থানীয় সংসদ সদস্য পংকজ দেবনাথ। এ সময় মেহেন্দিগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ খোরশেদ আলম ভুলু, স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ হারুন অর রশিদ মোল্লা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার, সাংবাদিক সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে উপজেলার শ্রীপুর ইউনিয়নের ৩৭ শত দুস্থ-অসহায় পরিবার কে জনপ্রতি আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর দেয়া বিশেষ ঈদ উপহারের নগদ ৪৫০ টাকা করে মোট ১৬ লাখ ৭৪ হাজার টাকা বিতরণ করা হয়।


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন